Pesdential Election: এনডিএ তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

ইউপিএ জমানায় কংগ্রেস রাষ্ট্রপতি করেছিল প্রতিভা দেবী সিং পাতিলকে

. G Ram G Bill Gets Final Approval from the President
. G Ram G Bill Gets Final Approval from the President

ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে (Dropadi Murmu) এনডিএ তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হলো। তিনি বিরোধী জোটের যশবন্ত সিনহার বিরুদ্ধে লড়াই করবেন। 

রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই নজর ছিল এনডিএ শিবিরের মনোনীত প্রার্থীর দিকে। কারণ, বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছিল সংখ্যাগরিষ্ঠতার নিরিখে অনায়াসে তাঁরা জয়লাভ করবে৷ কিন্তু কাকে মনোনীত করা হবে তা নিয়ে বরাবর মুখে কুলুপ এঁটেছিলেন দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা৷

   

তবে ভিতরে ভিতরে জল্পনা চলছিল একাধিক নাম নিয়ে৷ যার মধ্যে অন্যতম ছিল ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু৷ কারণ, হিসাবে বলা হচ্ছিল রামনাথ কোবিন্দের মতো দলিত মুখকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করে দলিত সমাজের মন জয় করেছিল বিজেপি৷ এবার দলিত মহিলা মুখকেই তুলে ধরাই প্রধান লক্ষ্য। সেই তালিকায় প্রথম স্থানে ছিলেন দ্রৌপদী মুর্মু৷

সেই নামে শিলমোহর পড়ল। আসন্ন রাষ্ট্রপতি ভোটে তিনি শাসক জোটের প্রার্থী। যদি সম্পূর্ণ বিরোধী জোট তৈরি হয় তাহলে ভোটের নিরিখে দ্রৌপদীর রাষ্ট্রপতি হওয়া কঠিন। তবে এনডিএ শিবিরের আগাম গণনা, অ-বিজেপি বিরোধী জোট ততটা জমাট হতে পারবে না। সে ক্ষেত্রে দৌপদী মুর্মু জয়ী হতে চলেছেন।

যদি দ্রৌপদী মুর্মু জয়ী হন তাহলে তিনিই দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। এর আগে ইউপিএ জমানায় কংগ্রেসের তরফে প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন প্রতিভা দেবী সিং পাতিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন