অভিনেতা থেকে পরিণত রাজনীতিবিদ এবং জনসেনা দলের প্রধান, পবন কল্যাণ অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রীর পদ জানাতে মরিয়া। তেলুগু দেশম পার্টির (টিডিপি) সভাপতি এন চন্দ্রবাবু নাইডু বুধবারই অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তারপরই বসবে মন্ত্রিসভার বৈঠক। সেখানে মন্ত্রীদের দফতর বন্টন নিয়ে আলোচনা হতে পারে। সেখানেইপবন কল্যাণ উপ-মুখ্যমন্ত্রীর দাবি জানাবেন বলে সূত্রের খবর। পাশাপাশি, জনসেনার জন্য পাঁচটি মন্ত্রিত্বও চাইছেন জনসেনা প্রধান।
জনসেনা দলের বিধায়করা মঙ্গলবার দলের প্রধান পবন কল্যাণকে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় দলের নেতা (ফ্লোর লিডার) হিসেবে নির্বাচিত করেছেন। চন্দ্রবাবু নাইডুকে বিধানসভার নেতা বলে এনডিএ বিধায়কদের বৈঠকের আগে সমর্থন দিেয়ছিল জনসেনা বিধায়করা।
তেনালি কেন্দ্রের জনসেনা বিধায়ক এন মনোহর বিধানসভায় ফ্লোর লিডার হিসাবে পবন কল্যাণের নাম প্রস্তাব করেছিলেন, যা সর্বসম্মতভাবে অন্যান্য বিধায়করা সমর্থন করেন।
NEET: মেডিক্যালের প্রবেশিকায় অনিয়ম, কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
পবন কল্যাণ পিঠাপুরম বিধানসভা আসনে জিতেছেন, তিনি ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থী ভাঙ্গা গীথাকে ৭০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
১৭৫ আসন বিশিষ্ট্য অন্ধ্রপ্রদেশ বিধায়নসভায় জনসেনার বিধায়ক সংখ্যা ২১। এনডিএ অন্ধ্রপ্রদেশে ১৬৪টি বিধানসভা আসনের (টিডিপি- ১৩৫, জনসেনা- ২১এবং বিজেপি- ৪) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড় জয় পেয়েছে।
অন্ধ্রপ্রদেশ বিধানসভা অধিবেশন ১৭ জুন থেকে বিধায়কদের শপথ গ্রহণের মাধ্যমে শুরু হবে। পরদিন স্পিকার নির্বাচন করা হবে।
কোন দল কতগুলি করে মন্ত্রিত্ব পেতে পারে? অন্ধ্র মন্ত্রিসভায় মো ২৫ জন মন্ত্রী হতে পারবেন। দলীয় জয়ের অনুপাতে (টিডিপি – জেএসপি – বিজেপি) চন্দ্রবাবু নাইডুর দল ২৫টির মধ্যে, ২০টি, জনসেনা ৩টি (উপমুখ্যমন্ত্রী পদ পেলে), বিজেপি ২টি মন্ত্রী পদ পেতে পারে।