HomeBharatPathan Controversy: গেরুয়া পোশাকে ধর্ষণে আপত্তি হয় না: প্রকাশ রাজ

Pathan Controversy: গেরুয়া পোশাকে ধর্ষণে আপত্তি হয় না: প্রকাশ রাজ

- Advertisement -

মুক্তির আগেই চরম বিতর্কে শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘পাঠান’ (Pathan Controversy)। বিতর্ক শুরু হয়েছে, ছবির অভিনেত্রী দীপিকা পাডুকোনের গেরুয়া পোশাককে কেন্দ্র করেই। পাঠানের প্রথম গান বেশরম রংয়ে শাহরুখ ও দীপিকার বোল্ড দৃশ্য দেখে হিন্দু ও মুসলিম সংগঠন বয়কটের ডাক দিয়েছে।

দীপিকাদের পাশে দাঁড়িয়েছে বলিউডের একাংশ। ট্যুইটে অভিনেতা প্রকাশ রাজ জানিয়েছেন, আমি শুধু জানতে চাই যে গেরুয়া পোশাকে ধর্ষণে আপত্তি তোলা হয় না, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই রংয়ের পোশাক পরে ঘৃণ্য বক্তৃতা দিতে পারে। স্বামীজি এই একই রংয়ের পোশাক পরে ধর্ষণ করে। সেই সময় প্রতিবাদ হয় না। শুধু সিনেমায় গেরুয়া রংয়ের ড্রেস পরলেই সমস্যার সূত্রপাত?

   

দীপিকা পাডুকোনদের সমর্থন জানিয়ে ট্যুইট করেছেন স্বরা ভাস্কর। তিনি ট্যুইট করেন, আমাদের দেশের নেতাদের সঙ্গে পরিচয় করুন। অভিনেত্রীরা কী ধরনের পোশাক পরছেন সেটা দেখার জন্য কত সময় রয়েছে। এর পরেও যদি কিছু সময় বাঁচত, তাহলে অনেক কিছু করে ফেলতেন।

শাহরুখের সমর্থনে এগিয়ে এসেছেন পরিচালক রাহুল ঢোলাকিয়া। তিনি লেখেন, শাহরুখ ভারতীয় বিনোদনের মুখ। ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করেছেন, দেশবাসীর তো তাঁকে নিয়ে গর্বিত হওয়া উচিত। তার বদলে ঘৃণায় ভরিয়ে দেওয়া হচ্ছে তাঁকে! এত অকৃতজ্ঞ মানুষ? এটা এখনই বন্ধ হওয়া দরকার। সবাই একজোট হয়ে ঘৃণার প্রচারক সেই ধর্মান্ধদের মুর্খামির বিরুদ্ধে রুখে দাঁড়ান।

পাঠানের নতুন গানকে কেন্দ্র করে ক্রমাগত বিতর্ক বেড়েই চলেছে। দেশের একাধিক শহরে শাহরুখ এবং দীপিকার ছবি জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে।
ছবির প্রথম মুক্তি পাওয়া গান বেশরম রংয়ে দীপিকার ওই গেরুয়া সজ্জায় কাঁচি চালানোর জন্য দাবি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র। ছবিটি বয়কটের ডাক দিয়েছে উলেমা সংগঠন।

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বিশেষ বার্তা দিয়েছেন শাহরুখ খান। তিনি বলেন, সমাজমাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে আমার বিশ্বাস, সিনেমা এর চেয়ে অনেক বড়। এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে সে নিজের মতো টিকে থাকবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular