Pataliputra Politics: বিজেপির কটাক্ষ ‘একের বিরুদ্ধে এক’ নিজেই মানবেন না মমতা

বিজেপি বিরোধী মহা জোটের প্রাথমিক বৈঠক ঘিরে পাটনা সরগরম। বিহারের রাজধানীতে (Pataliputra Politics) নক্ষত্র সমাবেশ। একাধিক মুখ্যমন্ত্রী, প্রাক্তন মু়খ্যমন্ত্রীরা থাকছেন বৈঠকে। তেমনই থাকছেন অ-বিজেপি দলগুলির…

cpim-leader-mohammad-selim-slams-mamata-banerjee

বিজেপি বিরোধী মহা জোটের প্রাথমিক বৈঠক ঘিরে পাটনা সরগরম। বিহারের রাজধানীতে (Pataliputra Politics) নক্ষত্র সমাবেশ। একাধিক মুখ্যমন্ত্রী, প্রাক্তন মু়খ্যমন্ত্রীরা থাকছেন বৈঠকে। তেমনই থাকছেন অ-বিজেপি দলগুলির শীর্ষ নেতারা। পাটনা পৌঁছে বৈঠক শুরুর আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দেন লোকসভা ভোটে বিজেপি বিরোধী ভোট এক জায়গায় আনার অঙ্কে। তিনি বলেন, একের বদলে এক প্রার্থী হোক।

মনে করা হচ্ছে বৈঠকের আগেই বৈঠকের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা। তবে আলোচনায় উঠে আসছে মমতা নিজে কতটা তাঁর অবস্থান মানবেন? বিজেপি বিরোধী ভোট এক জায়গায় আনতে পশ্চিমবঙ্গে তিনি কি একটিও আসন ছাড়বেন?

   

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোটের খাতিরে মমতা একটিও আসন ছাড়বেন না। কারণ, তিনি ও তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন পশ্চিমবঙ্গের সবকটি লোকসভা আসনে জয় চাই।

বিশ্লেষণে উঠে আসছে, নির্বাচন কমিশনের গাণিতিক বিচারে জাতীয় দলের তকমা হারানো তৃণমূল কংগ্রেস এখন আঞ্চলিক দল। এই অবনমন কাটাতে মরিয়া তৃণমূল নেত্রী তাঁর নিজ রাজ্যে সর্বাধিক ভোট ও আসন প্রাপ্তিতে নজর দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে, কংগ্রেসের সাথে তৃ়নমূলের একটা রফা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মমতার কাঁটা সিপিআইএম। পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ঘটানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএসের অনুষ্ঠান থেকে ‘দেবী দুর্গা’ রূপে তুলনা করা হয়েছিল। সেই বাম শিবিরই বাংলার বিধানসভায় শূন্য। তবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে বাম শিবিরের সাথে মূল লড়াই বলে মনে করছে তৃণমূল। বাম-তৃণ একাসনে? বিশ্লেষণে বলা হয়েছে বৈঠকে গেলেও চিরশত্রু বামপন্থীদের সাথে মমতা কথা বলবেন কিনা তাও লক্ষনীয়। নিজের অবস্থানে নিজেই আটকে মমতা।