LOC-তে ফের পাক ড্রোনের হানা, গুলি করে নামালো ভারতীয় সেনা

কিছুতেই যেন শুধরাতেই চাইছে না পাকিস্তান। ভারতের ওপর নজরদারি চালানোর এক বিন্দুও সুযোগ ছাড়ছে না। লোকসভা ভোটের মাঝেই ফের একবার ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল পাকিস্তানি…

short-samachar

কিছুতেই যেন শুধরাতেই চাইছে না পাকিস্তান। ভারতের ওপর নজরদারি চালানোর এক বিন্দুও সুযোগ ছাড়ছে না। লোকসভা ভোটের মাঝেই ফের একবার ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন। আজ বুধবার সকালে আচমকাই জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখার (LOC) কাছে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। যদিও কোনওরকম দেরি না করে অত্যন্ত তৎপরতার সঙ্গে ওই ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালান বিএসএফ জওয়ানরা।

   

জানা গিয়েছে, আজ জম্মুর নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনকে গুলি করে মাতিতে নামিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ওই ড্রোনটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। এলাকায় তল্লাশি অভিযান চলছে, তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যদিও এহেন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।