নয়াদিল্লি: মঙ্গলবার রাতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে ফের গুলি চালায় পাকিস্তানি সেনা। এই নিয়ে পর পর টানা ছয় দিন গুলি চালাল পাকিস্তান। পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলার পর থেকেই বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি ছোড়া হচ্ছে সীমান্তের ওপাড় থেকে৷ মোক্ষম জবাব দিচ্ছে ভারতও৷ যা সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে।
বিভিন্ন সেক্টরে গুলি
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে পাকিস্তানি সেনা নিয়ন্ত্রণরেখার বিভিন্ন সেক্টরে গুলি চালায়। এর পরেই ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়ে পাকিস্তান বাহিনীকে প্রতিহত করে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান এই কৌশল অবলম্বন করছে যেন ভারতীয় সেনাদের ব্যস্ত রেখে সীমান্তে তাদের ঘাঁটি তৈরি করা জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফেরত পাঠানো যায়।
উত্তেজনা তীব্র pakistan army ceasefire violation
পাহেলগাঁও হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। গত সোমবার রাতে কাশ্মীরের কুপওয়ারা এবং বারামুল্লা জেলার নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকেও বিনা প্ররোচনায় গুলি চালানো হয়। ভারতীয় সেনা প্রতিটি ক্ষেত্রেই কার্যকর প্রতিরোধ গড়ে তোলে।
পহেলগাঁও-এর জঙ্গি হামলার পর পাকিস্তানি বাহিনীর এই ধরনের ক্রস-বর্ডার ফায়ারিং বৃদ্ধি পায়। মনে করা হচ্ছে, পাকিস্তান সেনা সীমান্তে উত্তেজনা বাড়িয়ে ভারতীয় সেনাদের ব্যস্ত রাখার চেষ্টা করছে, যাতে তারা সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিদের নিরাপদে ফেরত পাঠাতে পারে। তবে ভারতীয় সেনা সম্পূর্ণ সজাগ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রয়েছে।
ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের
এদিকে, গত বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর, পাকিস্তান ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানায়, জলপ্রবাহ বন্ধ করা হলে সেটিকে ‘যুদ্ধ’ হিসেবে দেখা হবে। পাকিস্তান আরও দাবি করে, তারা শিমলা চুক্তি স্থগিত করার অধিকার রাখে। ১৯৭২ সালে শিমলা চুক্তির মাধ্যমে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা তৈরি হয়েছিল, যা এখনও দুই দেশের মধ্যে সীমান্তের ভিত্তি হিসেবে রয়েছে।
এখন, ভারতীয় সেনাবাহিনী সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত, তবে পাকিস্তানের এ ধরনের কার্যকলাপ সীমান্তে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
Bharat: Pakistani forces violate ceasefire for the sixth consecutive day, firing in Naushera, Sunderbani, and Akhnoor sectors of J&K. India retaliates strongly. Tensions escalate after Pahalgam attack. Pakistan warns India on water issue.