Farida Malik: জেরায় নীরব সীমান্তে ধৃত পাক-মার্কিন লাস্যময়ী ‘গুপ্তচর’ ফরিদা

টানা চলছে জেরা। তবে নীরব ফরিদা মালিক (Farida Malik) নামে পাকিস্তানি-মার্কিন (Pak-US Citizen) নাগরিক। তার বিরুদ্ধে ভারতে বেআইনি প্রবেশের বিস্তর প্রমাণ নিয়ে প্রশ্নবাণ চালিয়ে যাচ্ছে…

টানা চলছে জেরা। তবে নীরব ফরিদা মালিক (Farida Malik) নামে পাকিস্তানি-মার্কিন (Pak-US Citizen) নাগরিক। তার বিরুদ্ধে ভারতে বেআইনি প্রবেশের বিস্তর প্রমাণ নিয়ে প্রশ্নবাণ চালিয়ে যাচ্ছে গোয়েন্দা বিভাগ। পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI) সংযোগের অভিযোগ আনা হয়েছে ধৃত ফরিদার বিরুদ্ধে।

  • সম্প্রতি কালিম্পংয়ে পাক গুপ্তচর পীর মহম্মদ ধরা পড়ে। তার ঘনঘন নেপাল যাতায়াত ছিল
  • নেপালের রাজধানীতে খুন হয় পাক গুপ্তচর সন্দেহে লাল মহম্মদ নামে ব্যক্তিকে
  • এপার নেপাল থেকে ভারতে ঢুকে ধৃত পাক-মার্কিন নাগরিক এক মহিলা

ফরিদা মালিকের বিষয়ে চিন্তিত ভারত সরকার। নেপালের সঙ্গে চলছে যোগাযোগ। সে কেন বারবার ভারতে বেআইনিভাবে ঢোকে ? 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে নেই কোনও কাঁটাতার। পুরোপুরি খোলা এই সীমান্তে শুধু নেপালি আর্মি ও ভারতের সশস্ত্র সীমা বল (SSB) টহল দেয়। খোলা সীমান্ত ও ভিসা নিয়ম না থাকার জন্য, যে কেউ নেপাল থেকে ভারতে আসা যাওয়া করতে পারেন।তেমনইভাবে নেপাল থেকে ভারতে বারবার ঢুকেছেন পাক-মার্কিন নাগরিক ফরিদা মালিক। 

ফরিদার গতিবিধি সন্দেহজনক। তিনি আগেই তিনবার ধরা পড়েছেন বলে জানাচ্ছে এসএসবি। এবার ফরিদাকে বিহারের সংলগ্ন এলাকা গলগলিয়া চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়েছে। নেপালে ঢোকার কিছু আগেই তার নাগাল পায় পুলিশ।

জানা যাচ্ছে ফরিদা মালিক আমেরিকা থেকে কাঠমাণ্ডু এসে সেখান থেকে দিল্লি গেছিলেন। তবে এবারও তার ভারতে ঢোরার কোনও অনুমতি ছিলনা। সাধারণ নেপালি যাত্রীরা যেমন ভারতে আসেন তেমনই সবার সাথে বাসে করে ভারতে ঢুকেছিলেন ফরিদা।

কে এই ফরিদা মালিক?

  • পাকিস্তানে জন্ম ফরিদা ১৯৮৪ সাল থেকে আমেরিকার নাগরিক। ১৯৯২ সালে ফরিদা মার্কিন গ্রিনকার্ড পান।
  • মার্কিন সাইবার কোম্পানিতে উচ্চপদস্থ কর্মী ফরিদা ১৯৯৫ সাল থেকে বারবার বেআইনিভাবে নেপাল থেকে ভারতে আসছেন।

পাক-মার্কিন নাগরিক ফরিদা মালিক কেন বারবার ভারতে আসার জন্য নেপালের সীমান্ত চেকপোস্ট বেছে নেন? এই প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি। জেরায় মুখে কুলুপ এঁটেছেন তিনি।

বিহার পুলিশ ও এসএসবি সূত্রে খবর, ফরিদা মালিক এর আগে ১৯৯৫ সালে নেপাল থেকে উত্তরাখণ্ডে ঢুকেছিলেন। তখনও তিনি ধরা পড়েন।