Vice President Election: বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা

এনডিএর তরফে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে জগদীপ ধনখড়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে। তবে বিরোধীদের বৈঠকে ছিল না তৃণমূল কংগ্রেস। বিরোধী পক্ষের…

Vice President Election: বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা

এনডিএর তরফে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে জগদীপ ধনখড়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে। তবে বিরোধীদের বৈঠকে ছিল না তৃণমূল কংগ্রেস।

বিরোধী পক্ষের উপরাষ্ট্রপতি পদের জন্য বারবার কংগ্রেসের কোনও নেতাকেই করা হবে তা নিয়ে বারবার জল্পনা চলছিল। অবশেষে বর্ষীয়ান কংগ্রেস নেত্রী মার্গারেট আলভাকে বেছে নিল কংগ্রেস।

এদিন তাঁর নাম সাংবাদিকদের সামনে ঘোষণা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তবে দলনেত্রীর বার্তার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে একথা আগেই ঘোষণা করেছে তৃণমূল শিবির। জানা যাচ্ছে ২১ জুলাই বিকেলের বৈঠকের পরেই তৃণমূলের তরফে নেওয়া হবে সিদ্ধান্ত।

Advertisements

১৯৬৯ থেকে রাজনৈতিক যাত্রা শুরু মার্গারেট আলভার। দীর্ঘ সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৪ সালের পর থেকে সামলেছেন কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রক। ১৯৯৯ সালে লোকসভার সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।

মার্গারেট আলভা ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল। রাজস্থান গুজরাট এবং গোয়াতে সামলেছেন রাজ্যপালের পদ।