Tripura: উপনির্বাচনে চাপের মুখে শাসক বিজেপি, বাইক বাহিনীর হুমকি শুরু

ঘরোয়া কোন্দল ও চরম বেকারত্ব, প্রশাসনিক ক্ষেত্রে অরাজকতায় জর্জরিত (Tripura) ত্রিপুরার শাসক দল বিজেপি।তাদের জোট শরিক আইপিএফটি জমি হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে চারটি কেন্দ্রের উপনির্বাচনে…

ঘরোয়া কোন্দল ও চরম বেকারত্ব, প্রশাসনিক ক্ষেত্রে অরাজকতায় জর্জরিত (Tripura) ত্রিপুরার শাসক দল বিজেপি।তাদের জোট শরিক আইপিএফটি জমি হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে চারটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির লড়াই কঠিন বলেই মনে করা হচ্ছে। আগামী ২৩ জুন ভোট। আর ভোটের আগে থেকে ফের রাজনৈতিক হামলা ও বাইক বাহিনীর তাণ্ডব শুরু হলো।

উপনির্বাচন হচ্ছে ৬ আগরতলা, যুবরাজনগর, টাউন বরদোয়ালি, সুরমা বিধানসভা কেন্দ্রে। এরই মধ্যে রাজনৈতিক হামলা চলছে। শাসক বিজেপি ও বিরো়ধী সিপিআইএমের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছে।

তবে বিজেপির বিরুদ্ধে আগরতলায় ফের বাইক বাহিনী নামিয়ে ঘরে ঘরে হুমকি দেওয়ার অভিযোগ উঠতে শুরু করল। পাড়া মহল্লায় বসানো সিসিটিভি তে ধরা পড়ছে বাইক বাহিনীর হামলার ভিডিও। বিরোধীদের অভিযোগ, পুরভোটের মতো ভয়াবহ সন্ত্রাস ও রিগিং করতে মরিয়া বিজেপি।

রাজ্যে টানা পঁচিশ বছরের বামফ্রন্ট শাসনের পর গত বিধানসভা ভোটে পরিবর্তন হয়। সরকার গড়ে বিজেপি ও আইপিএফটি জোট। মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। তাঁর সময়ে লাগাতার হামলায় অভিযুক্ত হয়েছে বিজেপি। ফলে আগামী বিধানসভা ভোটের আগে দলীয় ভাবমূর্তি উজ্জ্বল করতে মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। নতুন মু়খ্যমন্ত্রী ড.মানিক সাহা জানিয়েছেন, প্রশাসন শক্ত হবে।

মুখ্যমন্ত্রী নিজেই উপনির্বাচনে প্রার্থী। আবার বিজেপির বাইক বাহিনীর তান্ডব শুরু হয়েছে। বিরোধী দল সিপিআইএমের অভিযোগ, রাজ্যে ক্ষমতায় ফিরতে পারবে না বুঝে সন্ত্রাস চালিয়ে ভোট লুঠ করতে মরিয়া বিজেপি। অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাইক বাহিনী নামিয়েছেন।

বিরোধী দলনেতা মানিক সরকারের অভিযোগ, বিজেপির ভোট সন্ত্রাসে রাজ্যবাসী অতিষ্ঠ। ঘরে ঘরে চাকরির কথা বলে ক্ষমতা এসে রাজ্যের বেকারত্ব সূচক আরও বাড়িয়েছে বিজেপি। বিধানসভা ভোটে তাদের পরাজয় নিশ্চিত।

বিজেপি ত্যাগ করে পুনরায় কংগ্রেসে ফিরে প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মণ হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপির ভোট সন্ত্রাস রুখবই। ভোটে অশান্তি রুখতে কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে আক্রমণাত্মক বার্তা দেন তিনি।

উপনির্বাচ ও বিধানসভা ভোটে রাজ্যে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। তারাও ভোট সন্ত্রাসের অভিযোগ করেছে। টিএমসি প্রদেশ সভাপতি সুবল ভৌমিক বলেন, পুরভোটে বড় শক্তি হয়ে উঠে এসেছে তৃণমূল।