ফের চালু হল মিতালি এক্সপ্রেস

১১ দিনের অপেক্ষার পর ফের চাকা গড়াল আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেসের। জানা গিয়েছে, এদিন সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী নিয়ে এনজেপি স্টেশন থেকে ছেড়ে আন্তর্জাতিক হলদিবাড়ি স্টেশন…

১১ দিনের অপেক্ষার পর ফের চাকা গড়াল আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেসের। জানা গিয়েছে, এদিন সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী নিয়ে এনজেপি স্টেশন থেকে ছেড়ে আন্তর্জাতিক হলদিবাড়ি স্টেশন হয়ে ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশে রওনা দেয়।

প্রসঙ্গত, পবিত্র ইদুজ্জোহা উপলক্ষ্যে গত ৬ জুলাই থেকে অস্থায়ীভাবে বন্ধ ছিল মিতালি এক্সপ্রেস।  ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতে চলতি বছরেই চালু হয় নতুন আন্তঃদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেস। দিল্লিতে রেলমন্ত্রকের সদর দফতরের সভাকক্ষ থেকে দু’দেশের রেলমন্ত্রী সবুজ পতাকা উড়িয়ে ভার্চুয়ালে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করেন। 

এটি ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় আন্তঃদেশীয় ট্রেন। মিতালি এক্সপ্রেস ছাড়াও যে দুটি ট্রেন দুই বাংলার মধ্যে সংযোগ স্থাপন করে সেগুলি হল মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস।