বাংলায় সুষ্ঠু ভোটের দাবি করে বিরোধী দল বিজেপির অভিযোগ, শাসক তৃণমূল কংগ্রেস ভোট লুঠ করে। সদ্য সমাপ্ত চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট লুঠের দাবিতেও সরব বিজেপি। তবে বাংলাভাষী অধ্যুষিত ত্রিপুরায় শাসক বিজেপির বিরুদ্ধেও একই অভিযোগ উঠছে। এ রাজ্যের বিরোধী দল সিপিআইএমের অভিযোগ, পঞ্চায়েত ভোট (Tripura Panchayat Election 2024) লুঠ নিশ্চিত করার যাবতীয় পরিকল্পনা করেছে শাসক দল। রাম-বাম সংঘর্ষে ত্রিপুরায় রক্তাক্ত পঞ্চায়েত ভোটের আশঙ্কা।
ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে বুথে কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি ও ওয়েব কাস্টিং ব্যবস্থা থাকছে না। বুধবার ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। রাজ্য নির্বাচন দফতরের মুখ্য অধিকারিক জানিয়েছেন, ভোটগ্রহণের সময় কোনো ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকবে না। নির্বাচনে রিগিং কিংবা ছাপ্পা ভোটের যে অভিযোগ উঠে আসে তা আটকানোর জন্যই এই ওয়েব কাস্টিং ব্যবস্থার মাধ্যমে সরাসরি প্রত্যেকটি বুথের সঙ্গে যোগাযোগ থাকে নির্বাচন কমিশনের।
কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা, ডিজেলের দামে হেরফের?
রাজ্য নির্বাচন দফতর জানিয়েছে, ভোট কেন্দ্রের ভিতর নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশ এবং টিএসআর জওয়ান থাকবেন। পঞ্চায়েত নির্বাচনের কাজে ১৮ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চাওয়া হয়েছে। এদের মূলত ভোট কেন্দ্রের বাইরে সার্বিক নিরাপত্তার দায়িত্বেই রাখা হবে।
শাসকদল বিজেপির রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানান, রাজ্যবাসী উন্নয়নের পক্ষেই থাকবেন। বিরোধী দলনেতা ও সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের কোনও পথই খোলা রাখেনি রাজ্য নির্বাচন দফতর। রাজ্যের অপর বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের নির্বাচন কমিশনের গাইড লাইন কার্যকর হচ্ছে না পঞ্চায়েত নির্বাচনে।
বন্দে ভারত অতীত! এবার ট্রেন ছুটবে ১৬০ কিলোমিটার গতিতে, চালু ২০২৪-এই
লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে সমর্থন করে সরকারে সামিল হয়েছে উপজাতি দল তিপ্রা মথা। তারা গত বিধানসভা ভোটে প্রধান বিরোধী দল হয়েছিল। মথা সরকারে ঢুকতেই ফের বিরোধী দলের ভূমিকায় উঠে এসেছে সিপিআইএম। পঞ্চায়েত নির্বাচনে উপজাতি অধ্যুষিত এলাকায় জোট শরিক তিপ্রা মথার সঙ্গে বিজেপির ভোট লড়াই হবে।
আগামী ৮ আগস্ট রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ১১ জুলাই জারি হবে। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জুলাই। তবে নির্বাচনে নিরাপত্তার বিষয়ে উঠেছে প্রশ্ন। ফের রক্তাক্ত ভোটের মুখে দাঁড়িয়ে ত্রিপুরা।