Operation Lotus: সুরাটের লা মেরিডিয়ানে চাইলেই সবকিছু মিলছে, দিল খুশ পলাতক বিধায়কদের

দিল খুশ। সব মিলছে যা চাই। গুজরাট থেকে তেমনই বার্তা ঘনিষ্ঠদের দিয়েছেন মহারাষ্ট্রের শিবসেনা বিধায়করা। তারা বিজেপিতে যোগ দিতে চলেছেন বলেই মনস্থির করেছেন। সূত্রের খবর,…

দিল খুশ। সব মিলছে যা চাই। গুজরাট থেকে তেমনই বার্তা ঘনিষ্ঠদের দিয়েছেন মহারাষ্ট্রের শিবসেনা বিধায়করা। তারা বিজেপিতে যোগ দিতে চলেছেন বলেই মনস্থির করেছেন। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো বিষয়টি ‘টেক কেয়ার’ (Opetation Lotus) করেছেন।

ঠিক কতজন বিধায়ক পালিয়েছেন মহারাষ্ট্র থেকে তা স্পষ্ট নয়। The Hindu জানাচ্ছে কংগ্রেস, শিবসেনা মিলিয়ে এক ডজনের বেশি বিধায়ক পলাতক।

NDTV জানাচ্ছে পলাতক বিধায়কদের সংখ্যা ১৩ জন। তারা সবাই সুরাটের লা মেরিডিয়ানে আছেন।

HANS INDIA জানাচ্ছে, মহারাষ্ট্রে ফের বিজেপি সরকার গড়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন করতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। আর শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জোটের ২৫ জন বিধায়ক পলাতক। তারা সুরাটে গিয়ে লা মেরিডিয়ান হোটেলে আছেন।

PTI জানাচ্ছে, মহারাষ্ট্রে অ-বিজেপি জোট সরকার টলমল করছে। কংগ্রেস বিধায়কদের দিল্লিতে ডেকে পাঠিয়েছে এআইসিসি। মুম্বইতে চলেছে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বিশেষ বৈঠক।

Maharashtra: পালিয়েছেন মন্ত্রী সহ ১৩ বিধায়ক, টলমল করছে শিবসেনা-কং জোট সরকার

এদিকে মহারাষ্ট্রে অ-বিজেপি জোট সরকারেরস মন্ত্রী সহ একগুচ্ছ বিধায়ক পালিয়ে যাওয়ায় টলমল করছে সরকার। হয়তবা পড়েই যাবে এমনই অবস্থা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে উদ্ভব ঠাকরে কে আস্থাভোটের মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই পলাতক বিধায়করা বিজেপি শিবিরে ঢুকবেন। এই ১৩ জন পলাতক বিধায়কদের নেতা মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে। জানা যাচ্ছে, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করবেন। সেখান থেকেই বিরাট ঘোষণা করতে পারেন শিন্ডে।

অভিযোগ, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরের দাপটের কারণে অন্যান্য দফতরগুলিকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না। সেকারণেই শিবসেনার মধ্যে ভাঙন ধরেছে। আর তাতেই সরকার রক্ষা করতে হিমশিম খাচ্ছে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের জোট মহাবিকাশ আগাধি সরকার।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, মধ্যপ্রদেশের মতো উদ্ধব ঠাকরের সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি। কিন্তু শিবসেনার কর্মীরা দলের প্রতি অনুগত। তাই এটা হবে না বলেও মনে করছেন তিনি।

গত সোমবার থেকেই ক্রস ভোটিং করে শোরগোল ফেলে দেন একনাথ শিন্ডে। বিধানপরিষদ সদস্য নির্বাচনে শিবসেনা ১১ ভোট হেরেছে এবং বিজেপি প্রার্থী প্রসাদ লাড জিতেছেন। পরাজিত হন কংগ্রেস প্রার্থী চন্দ্রকান্ত হান্ডোরে। এরপরে শিন্ডে এবং তার সমর্থকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

সঞ্জয় রাউত আরও জানিয়েছেন, একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এখনই বিশেষ কিছু বলতে চান না তাঁরা। এবিষয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, কিছু বিধায়কের সঙ্গে কথা হয়েছে অনেকে বিধায়ক ফিরে আসতে চাইছেন। কিন্তু তাঁদের ফেরত পাঠানো হচ্ছে না।

অন্যদিকে, সরকার বদলের ইঙ্গিত পেয়েই অমিত শাহের সঙ্গে সাক্ষাতে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।