Operation Lotus: গুয়াহাটির ব়্যাডিশন ব্লু হোটেলে এলাহি আয়োজন, শিব সেনা বিধায়ক-হিমন্ত আলোচনা

বিজেপির সঙ্গে জোট করছেন মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা। তাঁরা অসমে আছেন। মহারাষ্ট্রে অ-বিজেপি জোট সরকার (শিব সেনা, কংগ্রেস ও এনসিপি) পতনের মুখে। পুরো ঘটনাটি বিজেপির ‘অপারেশন…

Operation Lotus

বিজেপির সঙ্গে জোট করছেন মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা। তাঁরা অসমে আছেন। মহারাষ্ট্রে অ-বিজেপি জোট সরকার (শিব সেনা, কংগ্রেস ও এনসিপি) পতনের মুখে। পুরো ঘটনাটি বিজেপির অপারেশন লোটাস‘ (Operation Lotus)বলেই মনে করা হচ্ছে।

রাতে সুরাট থেকে রওনা হয়ে বিদ্রোহী শিব সেনা বিধায়কদের নিয়ে গুয়াহাটিতে পৌঁছে গেছেন মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। গুয়াহাটি পৌঁছে বিস্ফোরক দাবি করেছে তিনি৷ শিন্ডে বলেন, ৪৬ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এর মধ্যে ৪০ জন তাঁর দল থেকে এবং ৬ জন নির্দল। যা মহারাষ্ট্রে সরকার বদলের জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে।

Maharashtra MLAs to Guwahati

তবে দলবদল তিনি করছেন না। একথা নিজেও জানালেন শিন্ডে। তিনি বলেছেন, বালাসাহেব ঠাকরের আদর্শকে আগামী দিনে সামনে এগিয়ে নিয়ে যাবেন। শিন্ডের বক্তব্য, আমরা হিন্দুত্বতে বিশ্বাসী। তাই কখনও বালাসাহেব ঠাকরের শিবসেনা ছাড়ার পরিকল্পনা নেই।

কিন্তু এটা যে অপারেশন পদ্মের আরও একটি অংশ, তা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিবীদরা৷ কারণ, সকাল গুয়াহাটিতে একনাথ শিন্ডে সহ বাকি বিধায়কদের স্বাগত জানালেন অসমের বিজেপি নেতা পল্লব লোচন দাস।

Maharashtra Key Minister Missing With 13 MLAs

সূত্রের খবর, শিন্ডে দলবদল করতে চান না। বরং তিনি চান আগের মতোই বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করুক শিবসেনা৷ মহারাষ্ট্র থেকে গুজরাটে চলে যান তাঁরা। সুরাটে ছিলেন লা মেরিডিয়ান হোটেলে। সেখানে থেকে গুয়াহাটি পৌঁছে ব়্যাডিশন ব্লু হোটেলে যান তাঁরা। এলাহি আয়োজন করা হয়েছে। বিমাবন্দরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা উপস্থিত না থাকলেও, বিধায়কদের হোটেলে তাঁকে দেখা গেছে৷