Khalistani Threat: ‘১৯ তারিখ দিল্লি থেকে কেউ বিমানে উঠবেন না’ খালিস্তানি নাশকতার হুমকি

ভুল করেও আগামী ১৯ নভেম্বর কেউ যেন দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চড়বেন না। এমনই হুমকি (Khalistani threat) দিল খালিস্তানপন্থী শিখ ধর্মীয় জঙ্গি নেতা গুরপতওয়ান…

ভুল করেও আগামী ১৯ নভেম্বর কেউ যেন দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চড়বেন না। এমনই হুমকি (Khalistani threat) দিল খালিস্তানপন্থী শিখ ধর্মীয় জঙ্গি নেতা গুরপতওয়ান সিং পান্নুন। ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের প্রধান পান্নুন ভারত সরকারের নজরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি। তবে পাকিস্তানের ঘনিষিঠ এই জঙ্গি শিখ নেতা ইউরোপ, কানাডায় অবাধে ঘুরে বেড়ায়।

সম্প্রতি কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতার রহস্যজনক মৃত্যু হয়। এর জেরে কানাডা সহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা খালিস্তানি সংগঠনগুলি তীব্র ভারত বিরোধী বিক্ষোভ সমাবেশ করে। গুরপতওয়ান সিং পান্নুন বারবার ভারত সরকারকে হুমকি দিয়ে আসছে। কানাডা নিবাসী কয়েকজন খালিস্তানি সমর্থক ও শিখ নেতার মৃত্যু ঘিরে বিতর্ক প্রবল। কানাডা ও ভারতে মধ্যে কূটনৈতিক সংঘাত চলছে। 

এমনই খালিস্তানি জঙ্গি গুরপতয়ান সিং পান্নুন 19 নভেম্বর দিল্লির আইজিআই বিমানবন্দর বন্ধ করার হুমকি দিয়েছে। ভিডিও বার্তায় শিখ ধর্মীয়দের ওই দিন  বিমানে চড়তে নিষেধ করেছে জঙ্গি পান্নুন। ক্রিকেট বিশ্বকাপ চলার মাঝে ফের তার হুমকি বার্তা এসেছে। ১৯ নভেম্বর আহমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা হবে।

খালিস্তানি জঙ্গি পান্নুনের একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে যাতে তাকে 19 নভেম্বর এয়ার ইন্ডিয়ার মাধ্যমে ভ্রমণের পরিকল্পনা করা লোকদের হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে সে “জীবন বিপদে পড়বে”। পান্নুন ভিডিওতে বলেছে, 19 নভেম্বর এয়ার ইন্ডিয়ায় ভ্রমণ করবেন না। আপনার জীবন বিপদে পড়বে”

পান্নুন আরও দাবি করেছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দর 19 নভেম্বর নাম পরিবর্তন করা হবে। পান্নুন নিষিদ্ধ মার্কিন ভিত্তিক শিখস ফর জাস্টিস (এসএফজে) সংগঠনের প্রধান। সেই এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইজরায়েল-হামাল যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার জন্য হুমকি দিয়েছিল।

অমৃতসরে জন্ম পান্নুন 2019 সাল থেকে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) নজরে রয়েছে। তার বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ড ও কার্যক্রম পরিচালনা, হুমকি ও ভয় দেখানোর কৌশলের মাধ্যমে পাঞ্জাব এবং ভারতের অন্যান্য অংশে ভীতি ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। 2021 সালে এনআইএ আদালত পান্নুনের বিরুদ্ধে গ্রেপ্তার, অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করে। গত বছরের 29 নভেম্বর তাকে “ঘোষিত অপরাধী” (পিও) হিসাবে চিহ্নিত করা হয়েছিল।