Operation Ganga: অপারেশন গঙ্গায় বাংলাদেশিদের ফেরানোয় মোদীকে ধন্যবাদ হাসিনার

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছিল বহু বাংলাদেশি। যাদের বাড়ি ফেরা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁদের ফেরানো দুষ্কর হয়ে পড়েছিল। সেই…

Operation Ganga: hasina thanks modi for evacuation

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছিল বহু বাংলাদেশি। যাদের বাড়ি ফেরা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁদের ফেরানো দুষ্কর হয়ে পড়েছিল। সেই অবস্থায় ত্রাতার ভূমকি নেয় ভারত। ভারতের অপারেশন গঙ্গার (Operation Ganga) মাধ্যমে বাড়ি ফিরেছেন একদল বাংলাদেশি।

জানা গিয়েছে মোট ৯জন বাংলাদেশি নাগরিককে বাড়িতে ফেরানো হয়েছে অপারেশন গঙ্গার মাধ্যমে। ওই সকল বাংলাদেশি নাগরিক ইউক্রেনে আটকে ছিল। ভারত সরকারের উদ্যোগে তাঁরা নিজেদের বাড়িতে ফিরতে পেড়েছে ওই রণক্ষেত্র থেকে। যার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ছাড়া আরও একাধিক দেশের নাগরিকদের উদ্ধার করেছে ভারত। অপারেশন গঙ্গার মাধ্যমে নেপাল ও তিউনিসিয়ার পড়ুয়াদেরও উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া পাক মহিলাকে উদ্ধার করল ভারত। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কিভের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন আসমা শফিক নামে ওই মহিলা। পশ্চিম ইউক্রেন থেকে ওই পাক মহিলাকে উদ্ধার করে ভারতীয় উদ্ধারকারী দল।

Advertisements

গত দুই সপ্তাহ ধরে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। রাশিয়ার সেনাবাহিনী হামলা চালিয়েছে ইউক্রেনের উপরে। প্রতিরোধের চেষ্টা চালাচ্ছ ইউক্রেন। রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। এর মধ্যেই কিভের পথে এগোচ্ছে রুশ সেনা। ইউক্রেনের দাবি, রুশ সেনার গোলাবর্ষণে এ পর্যন্ত ৬১টি হাসপাতাল ধ্বংস হয়েছে। নষ্ট হয়েছে চিকিত্সার সরঞ্জাম।