বিজেপি মহিলা বিরোধী! এবার আরও বেশি করে বলার সুযোগ তৃণমূলের, কেন?

তৃতীয় মোদী মন্ত্রিসভায় মোট ৭১জন মন্ত্রীর মধ্যে রয়েছেন ৩০ জন পূর্ণমন্ত্রী। বাকি ৪১ জন প্রতিমন্ত্রীর মধ্যে ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। এর মধ্যে মহিলা মন্ত্রীর সংখ্যা…

women-in-modi-cabinet

তৃতীয় মোদী মন্ত্রিসভায় মোট ৭১জন মন্ত্রীর মধ্যে রয়েছেন ৩০ জন পূর্ণমন্ত্রী। বাকি ৪১ জন প্রতিমন্ত্রীর মধ্যে ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। এর মধ্যে মহিলা মন্ত্রীর সংখ্যা মাত্র ৭জন। অর্থাৎ, শতাংশের বিচারে যা মাত্র ১০ শতাংশ। ফলে পরিসংখ্যানের নিরিখে তৃতীয় মোদী মন্ত্রিসভায় মহিলাদের গুরুত্ব কমল বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মো ৪৩ জন মন্ত্রীর মধ্যে রয়েছেন ৭ জন মহিলা মন্ত্রী। যা শতাংশের প্রেক্ষিতে ১৬ শতাংশ।

   

পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল প্রায়ই বিজেপিকে মহিলা বিরোদী বলে দেগে দেয়। লোকসভা ভোটের প্রচারেও একই ইস্যুকে খাড়া করেছিল জোড়-ফুল শিবির। তৃতীয় মোদী মন্ত্রীসভায় মহিলাদের অংশগ্রহণের হার একই অভিযোগকে আরও প্রবলভাবে বিজেপি বিরোধীতায় সামনে আনার সুযোগ করে দিল। মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

তৃতীয় মোদী মন্ত্রিসভায় ৭ জন মহিলা মন্ত্রীর মধ্যে ২ জন পূর্ণমন্ত্রী, বাকি ৫ জনই প্রতিমন্ত্রী।

একনজরে মোদী ৩.০ মন্ত্রিসভায় মহিলা মন্ত্রীরা-

নির্মলা সীতারামণ (পূর্ণমন্ত্রী)

মোদী সরকারের অর্থমন্ত্রী হয়েছিলেন নির্মলা সীতারমণ। তৃতীয় মোদী মন্ত্রিসভাতেও ঠাঁই হল রাজ্যসভার সাংসদ নির্মলার।

অন্নপূর্ণা দেবী (পূর্ণমন্ত্রী)

২০২১ সালে প্রথম বার মোদী মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন। অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ডের কোডারমা থেকে জয়ী বিজেপি সাংসদ। ১৯৯৮ সালে অন্নপূর্ণার স্বামী তথা আরজেডি বিধায়ক রমেশ যাদবের মৃত্যুর পর তাঁর রাজনীতিতে হাতেখড়ি।

মোদী সরকার ৩.০: ঠাঁই হল ৭ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

অনুপ্রিয়া প্যাটেল (প্রতিমন্ত্রী)

এনডিএ-র শরিক দল উত্তরপ্রদেশের আপনা দল (সোনেলাল)-র নেত্রী অনুপ্রিয়া প্যাটেল। মির্জাপুর থেকে জয়ী তিনি।

শোভা করন্দলজে (প্রতিমন্ত্রী)

কর্নাটকের বিজেপি নেত্রী শোভা করন্দলজে। আরএসএস থেকে উঠে আসা এই তিনবারের সাংসদ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০২১ সাল থেকে ছিলেন মোদী মন্ত্রিসভায়।

রক্ষা খাড়সে (প্রতিমন্ত্রী)

মহারাষ্ট্রের জলগাঁও জেলার রাভের কেন্দ্রের তিন বারের সাংসদ তথা প্রবীণ এনসিপি নেতা একনাথ খাড়সের পুত্রবধূ রক্ষা খাড়সে।

সাবিত্রী ঠাকুর (প্রতিমন্ত্রী)

মধ্যপ্রদেশের ধর কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন সাবিত্রী ঠাকুর।

নিমুবেন জয়ন্তিভাই বামভানিয়া (প্রতিমন্ত্রী)

গুজরাতের ভাবনগর কেন্দ্রের বিজেপি সাংসদ নিমুবেন জয়ন্তিভাই বামভানিয়া।