Assam: হিমন্তের সুর নরম, ‘একটা প্রধানমন্ত্রী দেশকে বদলাতে পারবে না’

কিছুটা চমকে দেওয়ার মতো মন্তব্য করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী । তাঁর এক মন্তব্যে কিছুটা অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। হিমন্ত বিশ্বশর্মা (Hemant Biswa Sharma) বলেন, ‘একটা…

কিছুটা চমকে দেওয়ার মতো মন্তব্য করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী । তাঁর এক মন্তব্যে কিছুটা অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। হিমন্ত বিশ্বশর্মা (Hemant Biswa Sharma) বলেন, ‘একটা প্রধানমন্ত্রী গোটা দেশকে বদলাতে পারবে না।’

শিলচরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আমাদের দেশকে উন্নত করার চেষ্টা করছেন কিন্তু দিনের শেষে তিনি একজন ব্যক্তি। তবে একজন মোদী সমগ্র জাতিকে পরিবর্তন করতে পারবেন না এবং বিশ্বের সেরা দেশ হওয়ার জন্য আমাদের তাঁর মতো আরও আইকন খুঁজতে হবে।’ এদিকে বিশিষ্ট মহলের মতে, তাহলে দেশ চালানোর ক্ষমতা হারাচ্ছেন প্রধানমন্ত্রী?

হিমন্ত বলেন, ‘আমরা প্রাচীনতম জীবন্ত সভ্যতা… কিন্তু স্বাধীনতার পরবর্তী কালে আমাদের দেশ পশ্চিমের সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে তাদের নীতি গ্রহণ করে। পশ্চিমের মতো আমাদের সমাজও তার আত্মা হারিয়েছিল এবং নিঃস্বার্থ শিশুরা শিক্ষা শেষ করার পরে স্বার্থপর ব্যক্তি হয়ে উঠেছে। ভারতের পুরানো গুরুকুল শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের চরিত্র গঠনের উপর জোর করত এবং শিশুরা শিক্ষা শেষ করার পরে আরও ভাল ব্যক্তি হয়ে উঠতে নত। আমাদের সেই ধরণের শিক্ষা ব্যবস্থা প্রয়োজন এবং বর্তমান কেন্দ্রীয় সরকার এই ধারণার উপর ভিত্তি করে নতুন শিক্ষা নীতি তৈরি করছে।’