“বালেশ্বরে শেষ উদ্ধারকাজ, বুধবার মধ্যেই লাইন মেরামতি সম্পূর্ণ হবে”: রেলমন্ত্রী

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় (odisha train accident) মৃতের স্তূপ। চলছে প্রিয়জনের খোঁজ। রেলের তরফে জানানো হয়েছে, আপাতত শেষ উদ্ধারকাজ। চলছে লাইন মেরামতির কাজ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব…

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় (odisha train accident) মৃতের স্তূপ। চলছে প্রিয়জনের খোঁজ। রেলের তরফে জানানো হয়েছে, আপাতত শেষ উদ্ধারকাজ। চলছে লাইন মেরামতির কাজ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লাইন মেরামতির কাজে নজরদারি চালাচ্ছেন।

Advertisements

গত শুক্রবার সন্ধে নাগাদ যশবন্তপুর হামসফর এক্সপ্রেস ও শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুটি লাইনট্যুত হয় ওড়িশার বাহানাগা বাজার এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী। রবিবার তিনি। জানান, উদ্ধারকাজ আপাতত শেষ। চলছে লাইন মেরামতির কাজ। সন্ধের মধ্যে আংশিক লাইন মেরামতির চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন,বুধবারের মধ্যে লাইন মেরামতির কাজ সম্পূর্ণ শেষ করে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এদিকে, এই দুর্ঘটনার জেরে আজও বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে গন্তব্যে পাঠানোর কাজ চলছে।

শনিবার রাতেই বালেশ্বরে পৌঁছায় কংগ্রেসের প্রতিনিধি দল। লোকসভার বিরোধী নেতা অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন দলীয় নেতা অসিত মিত্র, মধ্য কলকাতা জেলা সভাপতি সুমন পাল, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কৃষ্ণা দেবনাথ এবং প্রীতম ঘোষ।

রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন অধীররঞ্জন চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী।রেলের রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।