Odisha Train Accident: ৩০০ ছুঁইছুঁই নিহতের সংখ্যা, গোরু খোঁজার মতো দোষী খুঁজছে রেল

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (odisha train accident) কারণ নিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়েছে। কার দোষ? কী কারণে এমন হলো তা নিয়ে বিস্তর প্রশ্নের মুখে জেরবার…

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (odisha train accident) কারণ নিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়েছে। কার দোষ? কী কারণে এমন হলো তা নিয়ে বিস্তর প্রশ্নের মুখে জেরবার রেলমন্ত্রক। এসবের মধ্যে চলছে দোষী খোঁজার পর্ব।

এদিকে দুর্ঘটনার পর থেকে রেলের যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে রেল সুরক্ষা চলছে বারবার এমন দাবি করা মোদী সরকারের বিরুদ্ধেই উঠছে প্রচারের ঢাক পেটানোর অভিযোগ।

   

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দোষী কেউ ছাড় পাবে না। তবে কে দোষী? উঠছে প্রশ্ন। রেল কর্তারা দোষী খুঁজতে মরিয়া।

দুর্ঘটনা এড়াতে বহু চর্চিত কবচ ব্যবস্থা নিয়ে আরও বিতর্কে জড়িয়েছেন মন্ত্রী। তিনি নিজে ডেমো দিয়ে দেখিয়েছিলেন কীভাবে কবচ ব্যবস্থার মাধ্যমে মুখোমুখি বা পিছন থেকে দুটি ট্রেনের ধাক্কা এড়ানো যাবে। ওড়িশায় তার কিছুই হয়নি। কবচ প্রযুক্তি নিয়ে মন্ত্রীর সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে।

করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয় শুক্রবার। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর নিহতের সংখ্যা কমপক্ষে তিনশ জন বলেই জানা যাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা। 

দুর্ঘটনার পর থেকে পূর্বতন একাধিক রেলমন্ত্রীর পদত্যাগ বিষয়টি সামলে এসেছে। সেই রেশ ধরে অশ্বিনী বৈষ্ণবকে পদত্যাগ চেয়ে বিজেপি বিরোধী দলগুলির নেতারা সরব হয়েছেন। বিতর্কের মুখে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান এটা রাজনীতি করার সময় নয়। পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা চলছে।