Odisha: পুলিশকর্মীর গুলিতে নিহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে (Naba Das) গুলি করাকরা পকই সংকটজনক পরিস্থিতিতে চিকিৎসা চলছিল। তাঁর মৃত্যু হলো। রবিবার মন্ত্রীকে খুব কাছ থেকে পরপর গুলি করা হয় ঝাড়গুড়ার ব্রজরাজনগরে। এ

Naba Das

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে (Naba Das) গুলি করাকরা পকই সংকটজনক পরিস্থিতিতে চিকিৎসা চলছিল। তাঁর মৃত্যু হলো। রবিবার মন্ত্রীকে খুব কাছ থেকে পরপর গুলি করা হয় ঝাড়গুড়ার ব্রজরাজনগরে। এরপর রক্তাক্ত মন্ত্রীকে দ্রুত স্থানীয় হাসপাতালে পরে সেখান থেকে এয়ারলিফটে ভূবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

মন্ত্রীকে গুলি করে হত্যা করা করার কারণ কী সেটা জানতে সিট গঠন করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে গুলি করেছে পুলিশকর্মী গোপাল দাস। তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। কেন গোপাল দাস গুলি করল তা নিয়ে চিন্তিত তদন্তকারী অফিসারও। ওড়িশা পুলিশের এএসআই গোপাল দাস চার পাঁচ বার গুলি চালায়। গুলি লাগে মন্ত্রী নব দাসের বুকে। তিনি একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। গাড়ি থেকে নামার সময় গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে দেখতে হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও অন্যান্য মন্ত্রীরা। জখম নব দাসের চিকিৎসা চলছিল। তখনই তার মৃত্যু হয়।