Odisha: করমণ্ডল নাকি যশবন্তপুর? দুটি ট্রেনের কামরায় বাজছে মৃতের মোবাইল…!

মাঝে মধ্যে বেজে উঠছে মোবাইল! নিহত যাত্রীর ব্যাগে থাকা মোবাইলে আত্নীয়র নম্বর ভেসে উঠছে। কখনও মেসেজ আসছে। কে কার উত্তর দেয়। এটা কোন কোন ট্রেনের…

মাঝে মধ্যে বেজে উঠছে মোবাইল! নিহত যাত্রীর ব্যাগে থাকা মোবাইলে আত্নীয়র নম্বর ভেসে উঠছে। কখনও মেসেজ আসছে। কে কার উত্তর দেয়। এটা কোন কোন ট্রেনের কামরা? বোঝার উপায় নেই চট করে। করমণ্ডল ও যশবন্তপুর দুটি এক্সপ্রেসের কামরাগুলি পরস্পরের ঘাড়ে উঠে পড়েছে। কামরা জুড়ে রক্ত ও থেঁতলে যাওয়া দেহাংশ ছড়িয়ে।

বেজে গেছে কখন সেই টেলিফোন!
বেজে গেছে ফোন। ধরেনি কেউ। কার ফোন? দুমড়ে যাওয়া কামরাগুলোর মধ্যে চলেছে উদ্ধারের নামে লুঠ। এদিক ওদিক ছিটকে পড়া মোবাইল বাজছে। যিনি ফোন করেছেন কোনও উত্তর না পেয়ে ভয়ে চুপসে গেছেন। মনে মনে ভেবেছেন বেঁচে আছে তো?

শুক্রবার রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে ওডিশার বালাসোরের বহঙ্গা বাজারের কাছে। লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর সুপারফাস্টের কামরা। পাশের লাইনে থাকা একটি মালগাড়িতে ছিটকে পড়ে কামরাগুলো। এই তিনটি ট্রেনের দুর্ঘটনায় নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। কমপক্ষে ৯০০ জন জখম।

  • শুক্রবার রাতে হয় দুর্ঘটনা।
  • শনিবার বেলা ১১টা পর্যন্ত ২৮৮ জন মৃত। আরও মৃত্যুর আশঙ্কা।
  • ঘটনাস্থলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

ওড়িশা ডিজিপি ফায়ার সার্ভিস সুধাংশু সারঙ্গি জানিয়েছেন। করমণ্ডলের মতো যশবন্তপুরের কামরা থেকেও মৃত যাত্রীদের দেহ বের করা হচ্ছে। যশবন্তপুর এক্সপ্রেসের উল্টে যাওয়া কোচে এখনও অনেক যাত্রী আটকে। সেনা জওয়ানরা মৃতদেহগুলিকে বের করার জন্য কাজ করছেন৷