Odisha: মন্দির তৈরির চাঁদা দিতে না পারায় থুতু ছিটিয়ে দলিত যুবকের শাস্তি

দলিত নিগ্রহ চলছেই। এবার ওড়িশায় (Odisha) এক দলিত যুবককে (Dalit Man) নাকখত দিতে বাধ্য করা হল। রোজ কাজ মেলে না। ফলে গ্রামে মন্দির তৈরির জন্য…

Dalit Man Forced To Rub Nose In Spit

দলিত নিগ্রহ চলছেই। এবার ওড়িশায় (Odisha) এক দলিত যুবককে (Dalit Man) নাকখত দিতে বাধ্য করা হল। রোজ কাজ মেলে না। ফলে গ্রামে মন্দির তৈরির জন্য ৫০০ টাকা চাঁদা দিতে পারেননি ওই দলিত যুবক। তাই ওই যুবকের গায়ে থুতু ছিটিয়ে নাকখত দিতে বাধ্য করলো গ্রামের সরপঞ্চ (মোড়ল)। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার নামে তিখরি গ্রামে।

তিখরি গ্রামে বাসিন্দারা জানিয়েছেন, ওই দলিত যুবক দিনমজুরি করে সংসার চালায়। সেই রোজগার থেকেই গ্রামের পুজোয় মূর্তি কেনার জন্য কিছু চাঁদা দিয়েছিলেন। কিন্তু তার কাছে মন্দির তৈরির জন্য স্থানীয় মোড়ল ৫০০ টাকা চাঁদা চায়। দলিত যুবক জানান, কিছুদিন আগেই তিনি মূর্তি কিনতে টাকা দিয়েছেন। এখন তাঁর নিয়মিত কাজ মিলছে না। তাই তাঁর পক্ষে আর টাকা দেওয়া সম্ভব নয়। চাঁদা দেওয়ার জন্য জোর করা হয়। বিষয়টি নিয়ে শুরু হয় তর্কাতর্কি।

ওই দলিত যুবকের বিরুদ্ধে খাপ পঞ্চায়েত বাসায় মোড়ল চামেলি ওঝা। একতরফা বিচার করে নির্দেশ দেয়, নিজের থুতু ছিটিয়ে তার উপর নাকখত দিতে হবে ওই যুবককে। সরপঞ্চের নির্দেশ মেনে কিছু গ্রামবাসী কার্যত জোর করে ওই যুবককে এই ঘৃণ্য কাজটি করতে বাধ্য করেন। কেউ কোনও রকম প্রতিবাদ করেননি। এত বড় একটা ঘটনা ঘটে গেলেও পুলিশ কিছুই জানেনা বলে দায় এড়িয়েছে।

ওই যুবকের অভিযোগ এই ঘটনার পর তিনি থানায় অভিযোগ করতে গেলে তার অভিযোগ নেওয়া হয়নি। এফআইআর করার দাবিতে নিয়মিতই থানায় যেতে থাকেন। শেষ পর্যন্ত মঙ্গলবার পুলিশ ওই যুবকের অভিযোগ নিয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে পুলিশ এখনও গ্রেফতার করেনি।