হজরত মহম্মদকে নিয়ে কটুক্তি করে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা যে বিতর্ক তৈরি করেছেন তার জেরে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক ধাক্কা খাচ্ছে মোদী সরকার। নূপুরকে বিজেপি সাসপেন্ড করেছে। আর আরব দুনিয়াকে ঠান্ডা করতে শুরু হয়েছে কূটনীতি। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষোভ সামাল দিতে জাতীয় নিরাপত্তার উপদেষ্টা (NSA) অজিত দোভালকে (Ajit Doval) নামালেন প্রধানমন্ত্রী মোদী।
ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ইরানের বিদেশ মন্ত্রী আমির আবদুল্লাহহায়েন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকও হয়। কিন্তু বৈঠকে কী নিয়ে আলোচনা হল? তা নিয়ে কূটনৈতিক মহলে সাড়া পড়েছে।
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীকে জিজ্ঞেস করা হয়, দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে এই বিষয়ে কোনও কথা হয়েছে কি না, তিনি এবিষয়ে কোনও কথা জানাননি। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে এবিষয়ে আলোচনা হয়েছে?
সূত্রের খবর, দুই পক্ষের বৈঠকে এবিষয়ে আলোচনা হয়েছে। ইরানের তরফে দাবি করা হচ্ছে, যারা পয়গম্বর মহম্মদের বিরুদ্ধে কথা বলছে তাঁদের বিরুদ্ধে ভারত কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে। একইসঙ্গে ভারতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যে বিতর্কিত বয়ানের কথা বারবার বলা হচ্ছে। সেটা ফিরিয়ে নেওয়া হয়েছে।
পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপি নেতাদের বক্তব্যে প্রভাব বিদেশেও পড়েছে। সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ইরান, ইরাক, লিবিয়া, টিউনিশিয়া, মালদ্বীপ, জর্ডন, বাহরিন দেশের তরফে সমালোচনা করা হয়েছে। এমনকি কাতার, ইরান এবং কুয়েতের তরফে ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হয়৷ একাধিক দেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে৷ এরই মধ্যে ইরানের সঙ্গে ভারতের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।