চলতি বছরের শুরু থেকেই অন্য রাজ্যগুলির মত অসমে (Assam) করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছিল। কিন্তু বিগত এক মাসের মধ্যে সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অসম সরকার করোনাজনিত সব ধরনের বিধিনিষেধ তুলে নিচ্ছে।
সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে করোনাজনিত যে সমস্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে।
অসমের মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খুলে যাবে। খুলে যাবে শপিংমল, সুইমিংপুল, জিম এবং সমস্ত সামাজিক প্রতিষ্ঠান। আগামী সপ্তাহ থেকেই তুলে নেওয়া হবে নৈশ কারফিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দু’মাসের মধ্যেই যে সমস্ত স্কুল কলেজে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলি হবে। হবে বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, করানোজনিত বিধি নিষেধ প্রত্যাহার করা হলেও রাজ্যবাসীকে আরও বেশ কিছুদিন মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, যে সমস্ত শিক্ষার্থী করোনার টিকা নেওয়ার উপযুক্ত পরীক্ষা শুরুর আগে তাদের সকলকেই করোনা টিকা নিতে হবে।
উল্লেখ্য, অন্যান্য রাজ্যগুলির মত জানুয়ারি মাসে করোনার তৃতীয় ঢেউ অসমেও আছড়ে পড়েছিল। একদিনে আক্রান্ত হয়েছিলেন ৮০০০ জন। পরিস্থিতি সামাল দিতে বিধিনিষেধ জারি করেছিল অসম সরকার। চালু করা হয়েছিল নৈশ কারফিউ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সেই সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
সোমবার অসমে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ২৫৬ জন। করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের।