মোদীকে চিন্তায় ফেলে বিজেপির সঙ্গে জোট নয় জানাল জয়ললিতার দল

দক্ষিণ ভারতে ফের বড়সড় ধাক্কা বিজেপির। তামিলনাড়ুর বিরোধী দল এআইএডিএমকে জানিয়ে দিল তারা আপাতত বিজেপির জোটে নেই। জোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ভোটের সময় জানানো হবে।…

মোদীকে চিন্তায় ফেলে বিজেপির সঙ্গে জোট নয় জানাল জয়ললিতার দল

দক্ষিণ ভারতে ফের বড়সড় ধাক্কা বিজেপির। তামিলনাড়ুর বিরোধী দল এআইএডিএমকে জানিয়ে দিল তারা আপাতত বিজেপির জোটে নেই। জোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ভোটের সময় জানানো হবে। অভিযোগ, বিজেপির নেতারা দ্রাবিড় নেতাদের সমালোচনা করেন। AIADMK নেতা ডি জয়কুমার জানান এমন সমালোচনা সহ্য করা হবে না। তিনি বলেন বিজেপি এআইএডিএমকে-র সঙ্গে নেই। (বিষয়টি) শুধুমাত্র নির্বাচনের সময়ই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এটাই আমাদের অবস্থান।

সম্প্রতি তামিল তথা দ্রাবিড় রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্রাহ্মণ্যবাদ বিরোধী অবস্থানকে ধর্মীয় মেরুকরণের মোড়কে সমালোচনা করে বিজেপি। এর পর থেকে দ্রাবিড় রাজনীতি সরগরম। এই পরিস্থিতিতে তামিলনাডুর বিরোধী দল এআইএডিএমকে নেতারা বিজেপির সাথে থাকতে নারাজ। অপরদিকে সরকারে থাকা দল ডিএমকে জোট সরাসরি বিজেপি বিরোধী শিবিরে। ফলে আসন্ন নির্বাচনে এআইএডিএমকে বিব্রতকর পরিস্থিতিতে। দলটির নেত্রী জয়লিতার প্রয়াণের পর তেমন কোনও রাজনৈতিক মুখ নেই। আর ডিএমকে নেতা করুণানিধি প্রয়াত হবার পর তার দলের হাল ধরেছেন স্ট্যালিন।

   

মোদীকে চিন্তায় ফেলে বিজেপির সঙ্গে জোট নয় জানাল জয়ললিতার দল

Advertisements

তামিলনাড়ুতে এআইএডিএমকে ও বিজেপির মধ্যে জোট বিচ্ছেদ এ রাজ্যে মোদী-শাহ জুটির পক্ষে চিন্তার বলে মলে করা হচ্ছে। দক্ষিণ ভারতে কোনও রাজ্যেই ক্ষমতায় নেই বিজেপি।