Nitish Kumar: ভোটের আগে সভাপতি ছাঁটাই করে দলের ক্ষমতা নিলেন নীতীশ

Nitish Kumar

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে, বিহারের রাজনীতিতে ফের চমক। বিহারের শাসক দল জেডিইউতে JD(U) বড়সড় পরিবর্তন। নীতীশ কুমার (Nitish Kumar) আবারও জেডিইউ-র জাতীয় সভাপতি হয়েছেন। লালন সিং-এর পদত্যাগের পর জেডিইউ-র নেতৃত্ব আবার নীতীশ কুমারের হাতে। যদিও নীতীশের রাষ্ট্রপতি হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন: Lok Sabha 2024: লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ ভোট পাওয়ার লক্ষ্য স্থির করেছে বিজেপি

   

আসলে দিল্লিতে জেডিইউ-র জাতীয় কার্যনির্বাহী সভায় নীতীশ কুমারকে জনতা দল (ইউনাইটেড) – এর সভাপতি নির্বাচিত করা হয়েছে। জনতা দলের (ইউনাইটেড) সভাপতি লালন সিং জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলের প্রধান পদের জন্য নীতীশ কুমারের নাম প্রস্তাব করেছেন বলে জানা গিয়েছে। এর আগে দলের জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন লালন সিং। সূত্রের খবর অনুযায়ী, আজ বিকেল ৫টায় নীতীশের রাষ্ট্রপতি হওয়ার ঘোষণা করা হবে।

আরও পড়ুন: Parliament Security Breach: স্পেশাল সেলের রাডারে সপ্তম অভিযুক্ত সৌরভ চক্রবর্তী

Advertisements

গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং দলের জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিতে পারেন। জল্পনা-কল্পনার মধ্যেই আজ শুক্রবারও একই গাড়িতে নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে পৌঁছান তিনি। এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং জনতা দলের (ইউনাইটেড) জাতীয় সভাপতি রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং দলের জাতীয় কার্যনির্বাহী ও কাউন্সিলের বৈঠকের একদিন আগে বৃহস্পতিবার দলের জাতীয় পদাধিকারীদের বৈঠকে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: Rohingya: ‘ভুয়ো ভারতীয়’ হয়ে ওঠায় রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে পুলিশের বড় পদক্ষেপ!

সূত্রের দাবি, নীতীশ কুমার জেডিইউ-এর নেতৃত্ব নেওয়ার ফলে লোকসভা নির্বাচনে সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ হয়ে যেতে পারে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং লালন সিং কয়েক দশক ধরে বিহারের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। লালন সিং ২০১০ এবং ২০১৩-এর মধ্যবর্তী সময় ব্যতীত নীতীশ কুমারের একজন গুরুত্বপূর্ণ সহযোগীও ছিলেন। এই সময়ের মধ্যে লালন সিং JD(U) ত্যাগ করেন।