পাটনা: আজ ফের উত্তপ্ত হয়ে ওঠে বিহার বিধানসভা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিরোধী দলনেত্রী রাবড়ি দেবী একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ শানান। এদিন আরজেডি এমএলসিরা বিধানসভায় প্রবেশ করেন সবুজ ব্যাজ পরা। ব্যাজটি আরজেডি পতাকার প্রতীক। তারা দাবি করে, “তেজস্বী সরকার সংরক্ষণ বৃদ্ধি করেছে।” (Nitish Kumar jabs Rabri Devi )
এখান থেকেই শুরু হয় বিতর্ক। নীতীশ কুমার ক্ষুব্ধ হয়ে বলেন, “এটা শুধু এই দলের মধ্যে দেখবেন। এখানে অন্য কিছু নেই।” এরপর রাবড়ি দেবী প্রতিবাদ করতে ওঠেন। কিন্তু নীতীশ কুমার তাঁকে থামিয়ে দেন৷ একেবারে তুই-কুকারিতে নেমে আসেন৷ বলেন, “তুমি বসো। তোর এখানে কোনো জায়গা নেই। এটা তো তোর স্বামীর দল।”
নীতীশ কুমার আরও বলেন, “এই মহিলা কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নয়। তিনি তাঁর স্বামীর সাহায্যে সামনে এসেছেন।” উল্লেখ্য, ১৯৯৭ সালে লালু প্রসাদ যাদব খাদ্যশস্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর রাবড়ী দেবী বিহারের মুখ্যমন্ত্রী হন।
এদিকে, গত কয়েক মাসে নীতীশ কুমার এবং রাবড়ী দেবীর মধ্যে একাধিক বাকযুদ্ধ হয়েছে। এই মাসের শুরুর দিকে রাবড়ী দেবী মুখ্যমন্ত্রীকে ভাং-মদ পান করার অভিযোগ তুলেছিলেন৷ তিনি বলেন, “নীতীশ কুমার ভাং পান করে বিধানসভায় আসেন। তিনি মহিলাদের অবমাননা করেন, আমাকেও৷’’
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে নীতীশ কুমার জাতীয় সঙ্গীতের সময় হাসছিলেন। রাবড়ী দেবী তাকে “মানসিকভাবে অক্ষম” বলেন। তবে, নীতীশ কুমারের দল সমালোচনাকে রাজনৈতিক চক্রান্ত বলে উড়িয়ে দেয়।
বিহারে আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে, নীতীশ কুমার ও রাবড়ী দেবীর এই বাকযুদ্ধ এখন রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
Bharat: Bihar Assembly heats up as CM Nitish Kumar and opposition leader Rabri Devi exchange sharp remarks. RJD MLCs wear green badges symbolizing reservation increase, sparking controversy. Nitish criticizes Rabri’s political role, referencing her husband’s influence.