Nitish Kumar Comments : অখিলেশের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে মন্তব্য নীতীশের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুপুরে কলকাতায় বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)৷ এরপরেই ডেপুটিকে নিয়ে চললেন লখনউ৷

Nitish Kumar and Akhilesh Yadav Discuss PM Post

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুপুরে কলকাতায় বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)৷ এরপরেই ডেপুটিকে নিয়ে চললেন লখনউ৷ বিরোধী জোট তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই শরিককে কাছে পেতে একই দিনে রুদ্ধদ্বার বৈঠক সারলেন জেডিইউ প্রধান৷

এরপরে জানালেন, আমার ক্ষমতা ও পদের কোনও লোভ নেই। আমি কেবল দেশের ভালোর জন্য কাজ করতে চাই। আজ এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছা নেই।

short-samachar

   

যেভাবে সমস্ত বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় আনার জন্য উদ্যোগ হয়েছেন নীতীশ কুমার, তাতে অনেকেই মনে করেছিলেন মোদির পরিবর্তে বিরোধী মুখ নীতীশ কুমার৷ রাজনৈতিক মহলে তাঁকে নিয়ে জল্পনা শুরু হলেও নীতীশ জানতেন সমস্ত দলগুলির সহমত নেই৷ তাই জোট যাতে ভেস্তে না যায়, সকলকে এক সূত্রে বাঁধতেই এহেন মন্তব্য করে বসলেন তিনি৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর নীতীশ কুমার বলেন, দুই পক্ষের বৈঠক ইতিবাচক হয়েছে। আগামীদিনে সমস্ত দলগুলি একজোট হয়ে বৈঠক করবে। এমনটাও বার্তা দিয়েছেন দুই পক্ষ৷ এরপর অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন নীতীশ ও তেজস্বী৷

এরপর অখিলেশ যাদব বলেন, আমরা অধিকাংশ রাজনৈতিক দল একসঙ্গে কাজ করব। বিশেষত, আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতিতে আমরা সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে কাজ করব৷ একইসঙ্গে জোট-বার্তাকে স্বাগত জানিয়ে অখিলেশের মন্তব্য, গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে আমরা আপনার সঙ্গে আছি।