চাকরিতে ঢুকলেই মিলবে ১৫,০০০ টাকা, ঘোষণা করে দিলেন নির্মলা

একদম কাঁটায় কাঁটায় সকাল ১১টায় সংসদে পেশ হল কেন্দ্রীয় বাজেট (Union Budget 2024)। আর আজ এই বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।…

Budget

একদম কাঁটায় কাঁটায় সকাল ১১টায় সংসদে পেশ হল কেন্দ্রীয় বাজেট (Union Budget 2024)। আর আজ এই বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়ই এক বিরাট ঘোষণা করে সকলকে চমকে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশেষ করে যারা সরকারি চাকরি করবেন বলে মনস্থির করেছেন তাদের জন্য বিরাট ঘোষণা করলেন মোদি সরকারের মন্ত্রী।

যারা প্রথমবার সরকারি চাকরি করবেন তাদের বেতন নিয়ে বড়সড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি নির্মলা সীতারামনের টানা সপ্তম বাজেট। তিনি বলেন, ‘সরকারের দৃষ্টি থাকবে দরিদ্র, নারী, যুবক ও খাদ্য তথ্যের ওপর। সরকার কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। ‘ অর্থমন্ত্রী বলেন, ‘সমস্ত ফর্মাল সেক্টরে প্রথমবার কর্মসংস্থান হওয়া যুবকদের ১৫ হাজার টাকা করে সরাসরি সুবিধা দেবে সরকার। অর্থাৎ যুবকদের এক মাসের বেতন দেওয়া হবে। এক মাসের বেতন ১৫ হাজার টাকা পর্যন্ত সরাসরি বেনিফিট ট্রান্সফার পাবেন যুবকরা। তিন কিস্তিতে এই অর্থ দেওয়া হবে।’ এর ফলে ২.১ লক্ষ যুবক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

   

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ‘প্রথম ৫০০ সংস্থায় ১ কোটি যুবক-যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দিতে সরকার একটি প্রকল্প চালু করবে। এর মধ্যে প্রতি মাসে ৫০০০ টাকা ইন্টার্নশিপ ভাতা এবং ৬০০০ টাকা এককালীন সহায়তা দেওয়া হবে। প্রতিটি ক্ষেত্রে সরকারি প্রকল্পের মাধ্যমে বেসরকারি ক্ষেত্রকে সাহায্য করা হবে।’

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, প্রত্যেক অতিরিক্ত কর্মীর জন্য ইপিএফও অনুদানের জন্য ২ বছরের জন্য নিয়োগকর্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত পরিশোধ করবে সরকার। অর্থাৎ, প্রথমবার চাকরিতে অতিরিক্ত পিএফ দেবে সরকার। ১ লক্ষ টাকা বেতনে ৩ হাজার টাকার পিএফ দেবে সরকার। অর্থমন্ত্রী বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য অতিরিক্ত ৫০ লক্ষ লোকের কর্মসংস্থানকে উৎসাহিত করা। মনে করা হচ্ছে, বাজেটে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে জোর দিয়েছে সরকার। অর্থমন্ত্রী কর্মসংস্থানকে দক্ষতার মাধ্যমের সাথে যুক্ত করে বেশ কয়েকটি ঘোষণা করেছেন।