Budget : Pension নিয়ে বড় ঘোষণা নির্মলার

এই বাজেট (Budget) হয়তো সাধারণ করদাতাদের খুশি করতে পারবে না। ইতিমধ্যে নানান মহলে শোনা যাচ্ছে এমন কথা। তবে খুশি হতে পারেন পেনশনের (Pension) আওতায় থাকার…

এই বাজেট (Budget) হয়তো সাধারণ করদাতাদের খুশি করতে পারবে না। ইতিমধ্যে নানান মহলে শোনা যাচ্ছে এমন কথা। তবে খুশি হতে পারেন পেনশনের (Pension) আওতায় থাকার ব্যক্তিরা। এদিন বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।

জাতীয় পেনশন সিস্টেম প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের একই স্তরে নিয়ে আসার জন্য চেষ্টা করছে কেন্দ্র সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৪ শতাংশ এবং রাজ্য সরকারের কর্মচারীদের ১০ শতাংশ টাকা দেওয়া হয়। আগামী দিনে এই সংখ্যা সমানে সমানে হতে পারে। কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে ট্যাক্সস ডিডাকশন সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হচ্ছে বলে বাজেটে জানিয়েছেন নির্মলা।

এছাড়া করদাতাদের জন্য সার্বিক ঘোষণার মধ্যে রয়েছে-

১) দুই বছরের মধ্যে জমা দেওয়া যাবে ঋণ সম্পর্কিত তথ্য ।

২) নতুন বিধানটি স্বেচ্ছাসেবী কর-পূরণ নিশ্চিত করবে এবং আইনি জটিলতা কমিয়ে আনবে।

৩) ভার্চুয়াল সম্পদের আয়ের উপর 30% ট্যাক্স অধিগ্রহণের খরচ ব্যতীত অন্য কোনো কর ছাড়া।

৪) অন্য আয়ের বিপরীতে কোনো অনুমোদন নয়।

৫) ডিজিটালাইজেশন করার সময় করা অর্থপ্রদানের উপর ১% টিডিএস আরোপ করা হবে।

৬) NPS- ন্যাশনাল পেনশন সিস্টেম-  রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ট্যাক্সস ডিডাকশন সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হচ্ছে।