Accident: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের

রবিবার ছুটির দিন দেশে আরও এক বড় দুর্ঘটনা ঘটে গেল। ভয়ানক সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল ৯ জনের। আর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে।

জানা গিয়েছে, রাজস্থানের ঝালাওয়ার জেলার আকলেরার কাছে পাঞ্চোলায় সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। তারা একটি বিয়ে বাড়ি থেকে একটি ভ্যানে করে সকলে বাড়ি ফিরছিলেন। তবে রাস্তায় এই ভ্যানটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় প্রাণ চলে যায় ৯ জনের। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঝালাওয়ারের পুলিশ সুপার রিচা তোমর। 

   

Accident: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতরা মধ্যপ্রদেশ থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন। এরপর মানুষ বোঝাই ভ্যানটি যখন ঝালাওয়ারের জাতীয় সড়ক (এনএইচ ৫২) ধরে আকলেরার কাছে পৌঁছায়, তখন এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন