ভোটের মুখে বড় অ্যাকশন ED-র, এবার নজরে ২০০০ কোটি টাকার দুর্নীতি

লোকসভা ভোটের মুখে চরম পদক্ষেপ নিল ইডি (ED)। জানা গিয়েছে, আবগারি কেলেঙ্কারির সঙ্গে জড়িত আর্থিক তছরুপ প্রতিরোধ মামলায় প্রাক্তন আইএএস অফিসার অনিল তুতেজাকে গ্রেফতার করল…

লোকসভা ভোটের মুখে চরম পদক্ষেপ নিল ইডি (ED)। জানা গিয়েছে, আবগারি কেলেঙ্কারির সঙ্গে জড়িত আর্থিক তছরুপ প্রতিরোধ মামলায় প্রাক্তন আইএএস অফিসার অনিল তুতেজাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডির ছত্তিশগড় আঞ্চলিক অফিস এই পদক্ষেপ নিয়েছে বলে খবর। সম্প্রতি এই মামলার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, দু’হাজার কোটি টাকারও বেশি এই মদ কেলেঙ্কারিতে গত ৮ এপ্রিল চার্জশিট দাখিল করেছিল ইডি, কিন্তু প্রসিড অফ ক্রাইম প্রমাণিত না হওয়ায় মামলা বাতিল করে দেয় আদালত। এরপরই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল তুতেজা ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে ইসিআইআর দায়ের করে তাদের গ্রেফতার করে ইডি।

প্রাক্তন আইএএস অফিসার অনিল তুতেজা মদ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সঙ্গে যোগসাজশ করে এই কেলেঙ্কারি চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ২০০৩ ব্যাচের এই অফিসারকে শনিবার রায়পুরের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ) / দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) অফিস থেকে আটক করা হয়েছিল, যেখানে তিনি এবং তাঁর ছেলে যশ তুতেজা এই মামলায় তাদের বক্তব্য রেকর্ড করতে গিয়েছিলেন।

সূত্রের খবর, ওই আইএএস অফিসারকে পরে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর আওতায় আটক করা হয় এবং তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে রিমান্ডের জন্য হাজির করা হতে পারে। অনিল তুতেজা গত বছর সিভিল সার্ভিস থেকে অবসর নিয়েছেন।