Poonch Attack: জঙ্গি হামলার স্থান পরিদর্শন করতে পৌঁছাল NIA

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পর পুঞ্চ হামলার তদন্তে NIA। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনা কনভয়ে জঙ্গি হামলায় (Poonch Terrorist Attack) নিহত হন ৫ জন। জঙ্গি হামলার…

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পর পুঞ্চ হামলার তদন্তে NIA। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনা কনভয়ে জঙ্গি হামলায় (Poonch Terrorist Attack) নিহত হন ৫ জন। জঙ্গি হামলার তদন্ত করতে শুক্রবার দুপুরে হামলার স্থান পরিদর্শনে পৌঁছায় NIA-র প্রতিনিধি দল। এই এলাকায় সম্প্রতিকালে ভীষণভাবে বেড়ে গিয়েছে জঙ্গি ক্রিয়াকলাপ। সেটা রুখতেই আসরে এনআইএ। তথ্য বলছে গত ১ বছরে পুঞ্চ এবং রাজৌরি থেকেই প্রায় ৪০ শতাংশ নিরাপত্তা রক্ষির জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবারের হামলার পর শুক্রবার দায় স্বীকার করেছে পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ)। পিএএফএফ নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি) -র একটি শাখা। সোশ্যাল মিডিয়াতে হামলার স্থানের ছবি শেয়ার করেছে এই জঙ্গি সংঘঠন। ছবিতে অত্যাধুনিক মার্কিন-তৈরি M4 কার্বাইন রাইফেলের ব্যবহার দেখানো হয়েছে।

জঙ্গি হামলার পর বড় ধরনের ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, নিরাপত্তা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে। শুধু তাই নয়, রাজৌরি-পুঞ্চ সেক্টরে জঙ্গিদের উপস্থিতির তথ্যও পেয়েছে সেনা ও নিরাপত্তা সংস্থাগুলি। দুই গ্রুপের প্রায় ৬ থেকে ৭ জন জঙ্গি এখানে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

বুধবার রাত থেকেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে। সেখানেই দুটি গাড়ি বুফলিয়াজের কাছের একটি এলাকা থেকে জওয়ানদের নিয়ে যাচ্ছিল। বুধবার রাত থেকে রাজৌরির থানামান্ডি, ডিকেজি (ডেরা কি গালি) সাধারণ এলাকায় একটি অভিযান চালানো হয়। রাজৌরি-থানামান্ডি-সুরনকোট সড়কের সাভনি এলাকায় বিকেল ৩.৪৫ মিনিটে গাড়িগুলিতে হামলা চালানো হয়। জঙ্গিরা একটি ট্রাক ও একটি জিপসিসহ পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।