প্রশ্নফাঁস কাণ্ডে নয়া মোড়! নিট দুর্নীতি নিয়ে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কাউন্সেলিং (NEET) আগেই স্থগিত হয়েছিল। এবার সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। সেন্ট্রাল…

প্রশ্নফাঁস কাণ্ডে নয়া মোড়! নিট দুর্নীতি নিয়ে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কাউন্সেলিং (NEET) আগেই স্থগিত হয়েছিল। এবার সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) নিটে প্রশ্নফাঁসের তদন্ত করছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে তারা। সিল করা খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন বলেন, ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত কেন্দ্র এবং এনটিএর হলফনামা রেকর্ডে নিয়েছে। প্রধান বিচারপতি আবেদনকারীদের তাদের জবাব দাখিল করার নির্দেশও দিয়েছেন। এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে।

এনটিএ হলফনামায় বলেছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্ন প্রস্তুত করার জন্য কঠোর নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করা হয়। অনেক বিষয় বিশেষজ্ঞের উপস্থিতিতে কাগজপত্র প্রস্তুত করা হয়। সেগুলো সিল করা খামে রাখা হয়। সিসিটিভি নজরদারির অধীনে ছাপানো হয়। কড়া নিরাপত্তায় জিপিএস ট্র্যাকার ও ডিজিটাল লক দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হয়।

বীভৎস, ৮ বছরের খুদেকে গণধর্ষণ করে খুন, কাঠগড়ায় স্কুলেরই তিন ‘দাদা’!

মঙ্গলবার প্রশ্নফাঁসের ঘটনায় পাটনা থেকে এক পরীক্ষার্থী সহ আরও ২ জনকে গ্রেফতার করেছে সিবিআই। এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় অবস্থিত একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল ​​ও ভাইস প্রিন্সিপালকেও গ্রেফতার করা হয়েছে। প্রশ্নফাঁস সংক্রান্ত তদন্তে সিবিআই এখনও পর্যন্ত ৬টি এফআইআর দায়ের করেছে।

Advertisements

এদিকে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় কেন্দ্র দাবি করেছে, নিটে কোথাও বৃহত্তর মাত্রায় অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। কোথাও নির্দিষ্ট একটি অঞ্চলের পরীক্ষার্থীরা অন্যায্য সুবিধা পাননি বলেও দাবি করা হয়েছে ওই হলফনামায়।

কেন্দ্রের ‘ভাঙলেও মচকাব না’ অবস্থান! NEET পরীক্ষা নিয়ে আদালতে কী জানাল মোদী সরকার?