NDA-এর উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর

রাষ্ট্রপতির পর এবার উপরাষ্ট্রপতির পদের জন্য নতুন চমক দিল এনডিএ। শনিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন যে এনডিএর উপরাষ্ট্রপতির জন্য পদপ্রার্থী…

jagdeep dhankar

রাষ্ট্রপতির পর এবার উপরাষ্ট্রপতির পদের জন্য নতুন চমক দিল এনডিএ। শনিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন যে এনডিএর উপরাষ্ট্রপতির জন্য পদপ্রার্থী করা হয়েছে জগদীপ ধনকরকে। এদিন বিজেপির সাংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।

এদিন নাড্ডা জানান, ‘ধনকর একজন ‘কিষাণ পুত্র’ (কৃষকের ছেলে) যিনি নিজেকে ‘জনগণের রাজ্যপাল’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।’ এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ ১০ ই আগস্ট শেষ হলে উপরাষ্ট্রপতির পদটি শূন্য হবে। উপ রাষ্ট্রপতির নির্বাচন ৬ আগস্ট অনুষ্ঠিত হবে এবং মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৯ জুলাই।

১৯৯০ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন জগদীপ ধনকর। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল অবধি রাজস্থানের কিষনগড়ের বিধায়ক ছিলেন তিনি। এরপর ২০১৯ সালের ৩০ জুলাই বাংলার রাজ্যপালের পথে শপথ নেন জগদীপ ধনকর।২০১৯ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সংঘাতে জড়িয়েছেন ধনকর।