Navjot Singh Sidhu: কেজরিওয়ালের পাঁচ বছরের শাসনের দিল্লিতে বেকার বেড়েছে পাঁচগুণ

News Desk, New Delhi: আগামী বছরের শুরুতেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election)। ওই রাজ্যে শাসক দল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে জোরদার প্রচার চালাচ্ছে কেজরিওয়ালের আম…

Navjot singh sidhu

News Desk, New Delhi: আগামী বছরের শুরুতেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election)। ওই রাজ্যে শাসক দল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে জোরদার প্রচার চালাচ্ছে কেজরিওয়ালের আম আদমি পার্টি (Aam Admi Party)। তারই পাল্টা জবাব দিতে এবার দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লির অতিথি শিক্ষকদের বিক্ষোভ মিছিলে সামিল হলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিক্ষোভের ছবিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে আন্দোলনরত শিক্ষকদের পাশে বসে সিধু স্লোগান দিচ্ছেন।

২৪ ঘন্টা আগে অর্থাৎ শনিবার সন্ধ্যায় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরঞ্জিৎ সিং চান্নির নির্বাচনী কেন্দ্র চামকাউর সাহিবে গিয়ে একাধিক অভিযোগ করেন। রাঘব সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, চান্নি বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত। কেন তাঁর সঙ্গে বালি মাফিয়াদের এত ঘনিষ্ঠতা তা নিয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষকদের সমস্যার মত বিষয়গুলি নিয়ে চান্নি তথা কংগ্রেসের কড়া সমালোচনা করেন

রবিবার দিল্লিতে আপ সরকারকে তারই পাল্টা জবাব দিয়েছেন সিধু। এদিন বিক্ষোভরত দিল্লির অতিথি শিক্ষকদের ওই সমাবেশে যোগ দিয়ে সিধু কেজরি সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দিল্লির এডুকেশন মডেল হল ‘কন্টাক্ট মডেল’ অর্থাৎ চুক্তির ভিত্তিতে চলে। দিল্লির বেশিরভাগ স্কুলে শিক্ষা কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়।

কেজরি সরকারের শাসনে দিল্লিতে গত পাঁচ বছরে বেকারের সংখ্যা পাঁচগুণ বেড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও তাঁর সহযোগীরা পাঞ্জাব এ গিয়ে একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন। এগুলো যে ভুয়ো তা বলার অপেক্ষা রাখে না। ওই সমস্ত প্রতিশ্রুতি যদি সত্য হত তাহলে তো কেজরিওয়াল আগে দিল্লিতেই সেই কাজগুলি করে দেখাতেন। যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে কেজরিওয়াল দিল্লিতে ক্ষমতা দখল করেছেন তার কোনওটাই পূরণ করেননি। তার প্রমাণ এই অতিথি শিক্ষকরা।

কেজরিওয়ালের প্রতিশ্রুতির উপর ভরসা করে তাঁরা সাত বছর অপেক্ষা করেছেন। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। সে কারণেই প্রবল ঠান্ডার মধ্যেও শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। কংগ্রেস এই শিক্ষকদের পাশেই থাকবে। কারণ তাঁদের দাবি-দাওয়াগুলি যথার্থ। কেজরি দিল্লিতে যে কাজ করতে পারেন না পাঞ্জাবে তার থেকে অনেক বেশি কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য!