Narendra Modi: ইদে মুসলিম পড়শিদের ঘরের খাবার খেতেন মোদী

তাঁর (Narendra Modi) বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ। মুসলিম বিদ্বেষের অভিযোগ। হিন্দু-মুসলিম দাঙ্গার অভিযোগ। তিনি নরেন্দ্র মোদী। তাঁর দাবি, তিনি মুসলিম বিদ্বেষী নন। মুসলিমদের বাড়ির খাবার…

Narendra Modi Muslim

তাঁর (Narendra Modi) বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ। মুসলিম বিদ্বেষের অভিযোগ। হিন্দু-মুসলিম দাঙ্গার অভিযোগ। তিনি নরেন্দ্র মোদী। তাঁর দাবি, তিনি মুসলিম বিদ্বেষী নন। মুসলিমদের বাড়ির খাবার খেয়েছেন। মহরমের তাজিয়াও বানাতে পারেন।

নরেন্দ্র মোদী। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে লড়াই করছেন। ভোটের প্রচারেও তাঁর গলায় মেরুকরণের সুর শোনা গিয়েছে। যদিও মোদীর দাবি, তিনি ভোটের প্রচারে হিন্দু-মুসলিম করছেন না। কংগ্রেসেরে তোষণের সমালোচনা করছেন। এর ফলে দেশের ক্ষতির খতিয়ান তুলে ধরেছেন। তাঁর বক্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা করছে সংবাদমাধ্যম এবং বিরোধীরা।

   

সম্প্রতি এক সাক্ষাতকারে এমনই দাবি করেছেন নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গেই উঠে এসেছে গোধরার প্রসঙ্গ। সালটা ২০০২। তখন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়ানক দাঙ্গা দেখেছিল গোধরা। অনেকের প্রাণ গিয়েছিল। সেই ঘটনায় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় তোলেন অনেকে। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ী মোদীকে রাজধর্ম পালনেরও নির্দেশ দেন।

Narendra Modi: ‘আমি হিন্দু-মুসলিম করি না, যেদিন করব…’ বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর

এ নিয়ে মোদীর দাবি, গোধরার ঘটনার পর তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছিল। কিন্তু তা সম্ঙব হয়নি। এ প্রসঙ্গে নিজের শৈশবের কথা বলেছেন প্রধানমন্ত্রী। ছোটবেলায় মুসলিম বাড়ির খাবার খেয়েছেন বলেও দাবি করেছেন মোদী। তাঁর কথায়, ‘আমাদের পাড়ায় অনেক মুসলিম পরিবার থাকত। আমাদের বাড়িতে ইদ-সহ অন্য উৎসব পালন করা হত। ইদে আমাদের বাড়িতে রান্না হত না। মুসলিম প্রতিবেশীদের বাড়ি থেকেই খাবার আসত।’ এমন পরিবেশের মধ্যেই বড় হয়েছেন বলে দাবি করছেন নরেন্দ্র মোদী। পাড়ার মুসলিমদের থেকে মহরমের তাজিয়া বানানো শিখেছেন বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।

Lok Sabha 2024: লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ ভোট পাওয়ার লক্ষ্য স্থির করেছে বিজেপি

মোদীর মুখে মুসলিমপ্রেমের কথা। এ প্রসঙ্গে অনেকেরই মনে পড়ছে বিজেপি নেতাদের নানা মন্তব্য। মোদীর নানা কীর্তিও উঠে আসছে আলোচনায়। একসময় মুসলিম ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে গিয়ে ফেজ টুপি পরেননি মোদী। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার ধর্ম শিখিয়েছে, নিজের ধর্মকে স্বীকার করো এবং অন্যের ধর্মকে সম্মান করো। আমি সেটাই করি।’