Mumbai Terror Alert: পাকিস্তান থেকে জঙ্গি হামলার হুমকি, মুম্বইতে সতর্কতা

মুম্বইতে (Mumbai)-তে ফের জঙ্গি হামলার আশঙ্কা। তাও ২৬/১১-র ধাঁচে! জানা গিয়েছে, এবার পাকিস্তানের নম্বর থেকে মুম্বই পুলিশ হুমকি মেসেজ করা হয়েছে বলে অভিযোগ। আর যা…

Mumbai Terror Alert: পাকিস্তান থেকে জঙ্গি হামলার হুমকি, মুম্বইতে সতর্কতা

মুম্বইতে (Mumbai)-তে ফের জঙ্গি হামলার আশঙ্কা। তাও ২৬/১১-র ধাঁচে! জানা গিয়েছে, এবার পাকিস্তানের নম্বর থেকে মুম্বই পুলিশ হুমকি মেসেজ করা হয়েছে বলে অভিযোগ। আর যা নিয়ে এবার ঘুম উড়ল গোয়েন্দাদের।

মুম্বই পুলিশ শুক্রবার রাতে একটি পাকিস্তানি নম্বর থেকে একটি হুমকি বার্তা পেয়েছে যা ২৬/১১ মুম্বাই হামলার মতো জঙ্গি হামলার সতর্কতা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে যে বার্তাগুলো পাঠানো হয়েছে, সেগুলো একটি পাকিস্তানি নম্বর থেকে পাঠানো হয়েছে বলে খবর। ২০০৮ সালে ২৬/১১-র জঙ্গি হামলার স্মৃতি এখনও ভুলতে পারেনি মানুষ। তারই মাঝে সেই পুনরুজ্জীবিত করতে মুম্বই শহরে শীঘ্রই এই হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন প্রেরক।

Advertisements

যদিও মুম্বই পুলিশ হামলার সম্ভাব্য হুমকির কথা অস্বীকার করেছে, তারা এখন এই বিষয়ে একটি তদন্ত শুরু করেছে এবং প্রেরককে খুঁজে বের করার চেষ্টা করছে।পুলিশ জানিয়েছে, মুম্বই ট্রাফিক পুলিশকে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজে প্রেরক জানিয়েছেন, তিনি পাকিস্তান থেকে এসেছেন এবং মুম্বইয়ে হামলা চালানো হবে। ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি পাকিস্তান থেকে এসেছেন এবং ভারতে এমন কয়েকজন রয়েছেন যারা তাঁকে এই হামলা চালাতে সাহায্য করছেন।