Sandhya Mukherjee: প্রয়াণের শোকবার্তায় মোদীকে নিশানা সাংসদের

 কালজয়ী শিল্পী ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় মঙ্গলবার প্রয়াত হন। বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা গায়িকাকে টুইটের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। শিল্পীর প্রয়াণে শোক জ্ঞাপন করতে গিয়েই কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার। মঙ্গলবার টুইট করে তিনি লেখেন, ‘প্রবীণ গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি ১৯৭০ সালে জাতীয় পুরস্কার পেয়েছেন।

Advertisements

এরপরই মোদী সরকারকে নিশানা করে বলেন, ৯০ বছর বয়সে পদ্মশ্রী পুরস্কার দিতে চেয়ে গায়িকাকে অসম্মান করতে চেয়েছেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে গোটা বাংলা অসম্মানিত হয়েছে।

Advertisements

গত জানুয়ারি মাসে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত করে কেন্দ্রীয় সরকার। বয়সের কারণে প্রত্যাখান করেছিলেন গায়িকা। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন ঝড় উঠেছিল। গায়িকার মৃত্যুর পর মোদী সরকারকে নিশানা করেছেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ শান্তনু সেন। উল্লেখ্য, তিনিই সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন।