বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেবে বিজেপি, প্রতিশ্রুতি অমিত শাহর

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনী প্রচারে মঙ্গলবার আউরিয়ায় এক নির্বাচনী সভায় বড়সড় প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। অনেকটা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের মতই…

Amit Shah

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনী প্রচারে মঙ্গলবার আউরিয়ায় এক নির্বাচনী সভায় বড়সড় প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। অনেকটা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের মতই জানালেন, বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে সে রাজ্যের মানুষের দুয়ারে বিনামূল্যে পৌঁছে যাবে গ্যাসের সিলিন্ডার।

বিজেপি উত্তরপ্রদেশের নির্বাচনী ইস্তেহারে অবশ্য আগেই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এদিন সেই প্রতিশ্রুতিতে সিলমোহর দিলেন শাহ। এদিন আউড়িয়ার নির্বাচনী সভায় অমিত শাহ জানান, ১০ মার্চ উত্তরপ্রদেশের ভোট গণনা। ১৮ মার্চ হোলি। বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে হোলির পু্ণ্য দিন থেকেই মানুষের বাড়িতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। একইসঙ্গে কৃষকদের খুশি করতে শাহ বলেন, পরবর্তী পাঁচ বছরের জন্য একজন কৃষককেও বিদ্যুতের বিল দিতে হবে না। পাশাপাশি চিনি মিলগুলির আধুনিকীকরণ এবং চাষিদের উৎপাদিত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
একই সঙ্গে বিরোধীদল সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে আক্রমণ করে বলেন, এই দলগুলি পুরোপুরি পরিবারতান্ত্রিক। অর্থাৎ এই সব দল ক্ষমতায় এলে আগে নিজেদের পরিবারের কথাই ভাববে। রাজ্যের মানুষের কথা এরা কখনও ভাবে না। এদের একটাই চিন্তা, কি করে নিজের পরিবারের আরও উন্নতি করা যায়। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এদের মাথাতেই নেই।

শাহ আরও বলেন, উত্তরপ্রদেশের মানুষের নিশ্চিতভাবেই মনে আছে ২০১২-১৭ সালের মধ্যে এ রাজ্যে কিভাবে জাঠদের উপর আক্রমণ করা হয়েছিল। জাঠরা ছিল রীতিমতো কোণঠাসা। এক বিশেষ সম্প্রদায়ের মানুষকেই সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হত। তাদের রেশন কার্ড পেতে কোনও অসুবিধা হত না। কেন্দ্রের পাঠানো টাকায় বাড়ি পেতে অসুবিধা হত না। কিন্তু রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় ছিল সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সমাজবাদী পার্টি ক্ষমতায় ফিরলে সেইদিন আবার ফিরে আসবে। আমি নিশ্চিত মানুষ আর কখনওই সেইদিন ফেরাতে চাইবে না।