Assam Flood: ভয়াবহ বন্যার জেরে গৃহহীন ৪০,০০০ মানুষ, বাড়ছে মৃত্যু সংখ্যা

ভয়াবহ বন্যার কবলে পড়েছে আসাম রাজ্য। এদিকে সোমবার নতুন করে ভারী বর্ষণের জেরে আসামের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। নগাঁও জেলার কামপুর এলাকায় বন্যার…

ভয়াবহ বন্যার কবলে পড়েছে আসাম রাজ্য। এদিকে সোমবার নতুন করে ভারী বর্ষণের জেরে আসামের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। নগাঁও জেলার কামপুর এলাকায় বন্যার পরিস্থিতি দেখা গেছে এবং কোপিলি নদীর বন্যার জলে বেশ কয়েকটি গ্রাম ও ফসলি জমি ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছে রাজ্যবাসীর। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ।

জানা গিয়েছে, নগাঁও জেলার কোপিলি নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে এবং এর আগের সর্বোচ্চ ৬১.৭৯ মিটার বন্যার মাত্রা অতিক্রম করেছে। গত কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে এই বছর ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্য। কয়েকটি নদীর জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে।

   

অন্যদিকে ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এ পর্যন্ত নগাঁওয়ে বাড়িতে আটকে পড়া ৭০-৮০ জনকে উদ্ধার করেছি।’
বন্যার কারণে কাছাড়, ধেমাজি, হোজাই, কার্বি আংলং পশ্চিম, নগাঁও, কামরূপ মেট্রোপলিটন ও নলবাড়ি নামে সাতটি জেলার ২২২টি গ্রামের কমপক্ষে তিন জন নিহত এবং মোট ৫৬,৬৬৯ জন মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন রয়েছেন ৪০০০০ মানুষ।

Advertisements

আসামে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে, যার ফলে গত কয়েক দিন ধরে রাজ্যের কিছু অংশে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। ব্যাপক ভূমিধ্বস ও জলাবদ্ধতার কারণে রাজ্যের অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে; সেতু, সড়ক ও রেলপথ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News