Tripura Election 2023: ত্রিপুরায় ভোটের ফল প্রকাশের আগেই বাংলাদেশে পালানোর মরিয়া চেষ্টা

বাংলাদেশের ভিসা পেতে আবেদনপত্রের সংখ্যা কমপক্ষে চার হাজার বলে জানা যাচ্ছে। কেন এত পরিমাণ বাংলাদেশ ভিসার আবেদন? গুঞ্জন নির্বাচনের ফল ঘোষণার আগেই বহু জন দেশত্যাগী হতে মরিয়া। এরা কারা? আগরতলার রাজনৈতিক মহলের চর্চা বাইক বাহিনীর যুবকরা দলে দলে বাংলাদেশে ঢুকতে চায়।

368
More than 4,000 visa applications have been submitted to enter Bangladesh
Advertisements

নির্বাচন (Tripura Election 2023) পরবর্তী রাজনৈতিক সংঘাতে ত্রিপুরা রক্তাক্ত। শাসক বিজেপি বনাম বিরোধী সিপিআইএম ও কংগ্রেস সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলেছে। শনিবার যত বেলা গড়িয়েছে বিরোধীদের তরফে শাসক দলের সমর্থকদের উপর হামলা বেড়েছে।

তবে সিপিআইএমের দাবি, দীর্ঘ পাঁচ বছর যেভাবে বিজেপির বাইক বাহিনী সন্ত্রাস ছড়িয়েছিল এখন তার প্রতিরোধ হচ্ছে। সংঘর্ষ রাজ্য জুড়ে ছড়িয়েছে। এর মাঝে আগরতলার সংবাদপত্রগুলির খবর, হাজার হাজার ভিসা আবেদনপত্র জমা পড়েছে বাংলাদেশ সরকারি হাইকমিশনে। ভোটের ফল প্রকাশের বাংলাদেশ চলে যাওয়ার হিড়িক লেগেছে।

Advertisements

বাংলাদেশের ভিসা পেতে আবেদনপত্রের সংখ্যা কমপক্ষে চার হাজার বলে জানা যাচ্ছে। কেন এত পরিমাণ বাংলাদেশ ভিসার আবেদন? গুঞ্জন নির্বাচনের ফল ঘোষণার আগেই বহু জন দেশত্যাগী হতে মরিয়া। এরা কারা? আগরতলার রাজনৈতিক মহলের চর্চা বাইক বাহিনীর যুবকরা দলে দলে বাংলাদেশে ঢুকতে চায়। অনেকে ভিসার জন্য বসে না থেকে গুয়াহাটির দিকে চলে যেতে চাইছে। কারণ অসম বিজেপি শাসিত রাজ্য।

Advertisements

সাম্প্রতিক যে তথ্য উঠে এসেছে তাতে বাংলাদেশে যাওয়ার প্রবণতা প্রবল। তবে ত্রিপুরার রাজনীতিতে যখনই কোনও ঘোরালো মুহূর্তের আ়ঁচ পাওয়া যায় তখনই ভিসা নিয়ে বাংলাদেশ চলে যাওয়ার হিড়িক পড়ে। এবারও তেমনই কিছু ঘটছে বলে মনে করা হচ্ছে। তিনদিকে বাংলাদেশ দিয়ে ঘেরা ত্রিপুরাবাসীর বাচন রীতির সাথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহের মিল বেশি।ত্রিপুরাবাসীর বহু আত্মীয় বাংলাদেশে থাকেন।

এদিকে আগরতলার বাংলাদেশ সহকারি হাইকমিশন জানাচ্ছে ত্রিপুরায় নির্বাচনের জন্য আগরতলার ভিসা কাউন্টারে পাসপোর্ট গ্রহণ কার্যক্রম গত ৬ দিন ধরে বন্ধ। বিভিন্ন সূত্র থেকে আগরতলার একাধিক সংবাদপত্রের দাবি, অনেক আগে থেকেই হাজার হাজার ভিসার আবেদন জমা পড়তে শুরু করে। অন্যান্য সময়ের তুলনায় এই সংখ্যা অস্বাভাবিক।

রাজনৈতিক বিশ্লেষনে উঠে আসছে বিধানসভা বা লোকসভা ভোটের আগে এমন ধরণনের বড় সংখ্যায় ভিসার আবেদন জমা পড়ে।

Advertisements