Lata Mangeshkar: বাতিল প্রধানমন্ত্রীর জনসভা, হবে না বিজেপির ইস্তেহার প্রকাশ

লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোকে ডুবে গিয়েছে দেশ। একে একে সকল রাজনেতারা সুর সম্রাজ্ঞীর এহেন আকস্মিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। Advertisements এদিকে বিজেপি সূত্রে খবর,…

লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোকে ডুবে গিয়েছে দেশ। একে একে সকল রাজনেতারা সুর সম্রাজ্ঞীর এহেন আকস্মিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

Advertisements

এদিকে বিজেপি সূত্রে খবর, নিজের নির্বাচনী জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভার্চুয়ালি গোয়ার এক জনসভায় অংশগ্রহণ করার কথা ছিল তাঁর, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুর পর গোয়া বিজেপি প্রধানমন্ত্রীর সমাবেশ এবং অন্যান্য বড় দলের অনুষ্ঠান বাতিল করেছে।”

Advertisements

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য গোয়া বিজেপির ইস্তেহার প্রকাশ করার কথা ছিল। নীতিন গড়কড়ির সভাও বাতিল করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

দলীয় সূত্রে খবর, রবিবার মুম্বই যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে এদিনই উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু বিজেপি তা বাতিল করে দিয়েছে।

উল্লেখ্য, কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর রবিবার ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। কোভিড-১৯ ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর গত ৮ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় এই মেগাস্টারকে। কোভিড থেকে সেরে উঠলেও শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর গায়িকাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।