এ যেন অশনি সংকেত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। তাঁর ও বিজেপির দাবি আইনশৃঙ্খলার অবনতির কারণে রাষ্ট্রপতি শাসন জারি হোক রাজ্যে। বীরভূমের রামপুরহাটে বগটুই গ্রামে গণহত্যার (Rampurhat massacre) প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতার নির্দেশিত তদন্ত পথেই।
মোদীর অবস্থানে মুখ চুন বঙ্গ বিজেপির। তবে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বগটুই গ্রামে গিয়ে বলেছেন, দিল্লি উপর ভরসা করবেন না। যা বাহান্ন তাহাই নবান্ন। তিনি একযোগে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপিকে কটাক্ষ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রদর্শনীর উদ্বোধন করেন। ভাষণে তিনি বলেন, রামপুরহাট জঘন্য অপরাধ হয়েছে। রাজ্য সরকারকে বলব অপরাধীরা যেন শাস্তি পায়। এই ঘটনার তদন্তে রাজ্যকে সবরকম সাহায্য করবে কেন্দ্র।
যদিও রাজ্য বিজেপি বগটুই গ্রামে দশ জনকে পুড়িয়ে মারার ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছে।সিবিআই তদন্তের পাশাপাশি এনআইএ তদন্তের দাবিতে সরব বিরোধী দল। তাদের অবস্থানে জল ঢেলে দিয়ে মোদীর ভরসা রইল মমতার নির্দেশিত তদন্তে। বগটুই গ্রামের গণহত্যার পর মুখ্যমন্ত্রী সিট গঠন করে তদন্ত শুরু করেছেন। চলছে ফরেন্সিক নমুনা সংগ্রহ।