Ukraine War: ইউক্রেন নিয়ে চিন্তায় নয়াদিল্লি, বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

ইউক্রেন সংকট নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং ক্রমবর্ধমান অপরিশোধিত তেলের দাম নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার…

ইউক্রেন সংকট নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং ক্রমবর্ধমান অপরিশোধিত তেলের দাম নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি শহরের উপর হামলা চালিয়েছে। এর ফলে বিশ্বের বাজারে বাড়ছে তেলের দাম। পাশাপাশি পড়তে শুর করেছে শেয়ার মার্কেট। সীতারামনও বলেছেন রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের ফলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আলোচনা করতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন তিনি।

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার হামলায় বাজার ছন্দপতন হয়েছে। এদিন সকালে বাজার খুলতেই ২০০০ পয়েন্টের বেশি পড়ে যায় বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বিএসই সেনসেক্স। একই সঙ্গে প্রায় ৬০০ পয়েন্ট পড়ে যায় জাতীয় শেয়ার বাজার নিফটিও। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় সেনসেক্স ২৭০২ পয়েন্ট পড়ে ৫৪৫২৯.৯১পয়েন্টে থিতু হয়। শতাংশের বিচারে হিসেব করলে এদিন সেনসেক্সের পতন হয়েছে ৪.৭২ শতাংশ। পাশাপাশি বাজার বন্ধের সময় নিফটি এদিন ৮১৫.৩০ পয়েন্ট পড়ে ১৬২৪৭.৯৫ পয়েন্টে এসে থামে। শতাংশের বিচারে এদিন নিফটির পতন হয়েছে ৪.৭৮ শতাংশ।

ইউক্রেনে যুদ্ধের কারণে ভারতীয়দের ফিরিয়ে আনার বন্দোবস্ত করেছিল নয়াদিল্লি। কিন্তু কিয়েভ আকাশ পথ বন্ধ করে দেওয়ায় বিমান মাঝপথ থেকেই ফিরে আসে। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে, বিদেশী বিষয়ক মন্ত্রকের উচ্চ-পর্যায়ের বৈঠক হয়েছে। জরুরী পরিকল্পনা তৈরি করতে এবং বিকল্প পথ খুঁজে বের করার জন্য চলছে সমাধান সূত্র খোঁজার কাজ।

এদিকে যুদ্ধ পরিস্থিতিতে নয়াদিল্লির হস্তক্ষপ দাবি করেছে ইউক্রেনের সরকার। ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখা বলেছেন, “রাশিয়ার সাথে ভারতের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ফলে নয়াদিল্লি পরিস্থিতি (রাশিয়া-ইউক্রেন সংকট) নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং আমাদের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।” যদিও আজকের বৈঠকে প্রধানমন্ত্রী এই নিয়ে আলোচনা করবেন কিনা তা এখনও জানা যায়নি