Modi Govt: শাহজাহানের দেখানো পথেই আয় বাড়াতে চায় মোদি সরকার

শেখ শাহজাহান। সন্দেশখালির বেতাজ বাদশা। বলতেন, সন্দেশখালির নোনা জলে সোনা ফলে। তাই শুরু করেন মাছের ব্যবসা। কোটি কোটি টাকার কারবার। এবার সেই পথে হেঁটে আয়…

শেখ শাহজাহান। সন্দেশখালির বেতাজ বাদশা। বলতেন, সন্দেশখালির নোনা জলে সোনা ফলে। তাই শুরু করেন মাছের ব্যবসা। কোটি কোটি টাকার কারবার। এবার সেই পথে হেঁটে আয় বাড়াতে আগ্রহী মোদি সরকার (Modi Govt)।

Advertisements

সন্দেশখালি জুড়ে মাছের ভেড়ি। চিংড়ি-চিতলের চাষ। মাছ রফতানি করে কোটিপতি শেখ শাহজাহান। কেন্দ্রীয় সরকারও মাছ রফতানিতে জোর দিচ্ছে। তবে ভেড়ির মাছ নয়, সমুদ্রের মাছ।

   

ভারতের একটা বড় অংশ জুড়ে সমুদ্র। বিদেশে ভারতের সি ফুডের বিশেষ কদর। সরকারি তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ৬৪ হাজার কোটির সি ফুড রফতানি করেছে ভারত। এ বছর সেই টার্গেট প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের সি ফুড রফতানির টার্গেট ১ লক্ষ কোটি টাকা।

পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, গুজরাত এবং আন্দামানের সি ফুড রফতানি হয়। সব থেকে বড় কারবার হয় অন্ধ্রপ্রদেশে।