Chennaiyin FC: জয়ের ধারা অব্যাহত চেন্নাইয়িনের, পয়েন্ট টেবিলের একধাপ নিচে ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে পুরো পয়েন্ট পেয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। তবে শুরুটা খুব একটা সুবিধাজনক ছিলনা। ম্যাচের বাইশ মিনিটের মাথায় রাই তাচিকাওয়ার…

Chennaiyin FC

বৃহস্পতিবার খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে পুরো পয়েন্ট পেয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। তবে শুরুটা খুব একটা সুবিধাজনক ছিলনা। ম্যাচের বাইশ মিনিটের মাথায় রাই তাচিকাওয়ার গলে এগিয়ে থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় গোল করে দলকে সমতায় ফেরান চেন্নাইয়িন দলের বিদেশি ফুটবলার রাফায়েল ক্রিভেলারো। তারপর থেকেই অন্য ছন্দে ধরা দিয়েছে জর্ডনরা। প্রথম গোলের কিছু সময় পরেই দ্বিতীয় গোল করে বসে চেন্নাইয়িন। গোলদাতা ভারতীয় তারকা রহিম আলী। বলা যায় জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন এই ভারতীয় তারকা।

এই জয়ের ফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের কিছুটা উপরে উঠে আসল চেন্নাইয়িন এফসি। বর্তমানে ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে আসলো ওয়েন কোয়েলের এই ফুটবল দল। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি। কুড়ি ম্যাচ খেলে তাদের সংগ্ৰহে রয়েছে ২২ পয়েন্ট। বলতে গেলে, চেন্নাইয়ি দলের ম্যাচ জয়ের দরুণ আরো জমে উঠল আইএসএলের এই দ্বিতীয় লেগ। শেষ পর্যন্ত আদৌও কাদের ভাগ্যের শিঁকে ছেড়ে সেটাই দেখার বিষয়। তবে এই ম্যাচে জয় আগামীতে যে দলের মনোবল বৃদ্ধি করবে তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

   

অন্যদিকে, চেন্নাইয়িন জয় লাভ করায় আইএসএলের পয়েন্ট টেবিলের একধাপ নামতে হয়েছে ইস্টবেঙ্গল দলকে। কেরালা বধ করার পর দল সাত নম্বরে উঠে আসলেও এবার একধাপ নেমে পয়েন্ট টেবিলের আট নম্বরে চলে আসল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বর্তমানে কুড়ি ম্যাচ খেলে তাদের সংগ্ৰহে রয়েছে ২১ পয়েন্ট। তবে গোল পার্থক্যকে চেন্নাইয়িন দলের থেকে কিছুটা এগিয়ে মশাল ব্রিগেড। তাই আসন্ন বেঙ্গালুরু ম্যাচের দিকেই নজর রয়েছে সমর্থকদের। সেই ম্যাচের ফলাফলে বদলে যেতে পারে প্লে-অফের সমীকরণ।