Modi-Biden meeting: মোদী-বাইডেন বৈঠকে উঠে এল ইউক্রেনের বুচার গণহত্যা প্রসঙ্গ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক (Modi-Biden meeting) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ইউক্রেন যুদ্ধের আবহে এদিনের বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। মোদী- বাইডেন আলোচনায় এদিন…

Modi-Biden meeting

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক (Modi-Biden meeting) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ইউক্রেন যুদ্ধের আবহে এদিনের বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। মোদী- বাইডেন আলোচনায় এদিন যথারীতি উঠেছে ইউক্রেনের বুচার গণহত্যা প্রসঙ্গ। এদিনের বৈঠকে দু’দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দিয়েছেন বাইডেন। মোদী-বাইডেন বৈঠকের পরই দু’দেশের প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁরা মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করবেন।

   

এদিনের বৈঠকের শুরুতেই মোদী বাইডেনকে বলেন, আমরা এমন এক পরিস্থিতিতে আলোচনায় বসেছি যখন ইউক্রেনের অবস্থা অত্যন্ত ভয়াবহ। বুচার গণহত্যার খবরের সামনে আসতেই নিন্দা করেছে গোটা দুনিয়া। তাতে সামিল হয়েছে ভারত। শুধু তাই নয় ভারত এই গণহত্যার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে। মোদী মার্কিন প্রেসিডেন্টকে জানান, যুদ্ধ বন্ধ করার আর্জি জানিয়ে তিনি একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে সঙ্গে কথা বলেছেন। কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও। তাঁদের সরাসরি আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত আমেরিকার সম্পর্ক খুবই মজবুত। দুই দেশই মানুষের মূল্যবোধ ও মানবাধিকারকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে। মানবিকতার খাতিরে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য ভারতের পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। আগামী দিনে মানবিকতার স্বার্থে ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করবে। এদিনের বৈঠকে মোদী ও বাইডেনের মধ্যে ইউক্রেন পরিস্থিতি ছাড়াও করোনা মহামারী, দক্ষিণ এশীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও।