Odissa: ঠিক যেন লখিমপুর, ২২ জনকে পিষে দিল বিধায়কের গাড়ি

ঠিক যেন লখিমপুরের ঘটনার পুনরাবৃত্তি, জোর গতিতে ধেয়ে এল গাড়ি, গাড়ির ধাক্কায় আহত হলেন একাধিক মানুষ। যাঁদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মীও ছিলেন। শনিবার এই চাঞ্চল্যকর…

ঠিক যেন লখিমপুরের ঘটনার পুনরাবৃত্তি, জোর গতিতে ধেয়ে এল গাড়ি, গাড়ির ধাক্কায় আহত হলেন একাধিক মানুষ। যাঁদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মীও ছিলেন। শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার খুরদায়।

Advertisements

এদিন বিজেডি-র সাসপেন্ডেড বিধায়ক প্রশান্ত জগদেবের গাড়ি ভিড়ের উপর দিয়ে চলে যাওয়ায় ২২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর। ঘটনার বিষয়ে এসপি খোরধা জানান, ‘এই ঘটনায় প্রায় ১৫ জন বিজেপি কর্মী, একজন বিজেডি কর্মী এবং ৭ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।’

   

চিলিকার বিধায়ক এবং সাসপেন্ডেড বিজেডি নেতা প্রশান্ত কুমার জগদেব পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে নির্বাচনের সময় তাঁর ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িতে বানাপুর ব্লক সদর দফতরে পৌঁছানোর সময় বিরোধী দলগুলির কিছু কর্মীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জগদেব তাদের হুমকি দিয়েছিলেন যে, গাড়ি থেকে নামার পর স্থানীয় কিছু বিরোধী দলের কর্মীদের সাথে তর্কাতর্কির পর যদি তারা তার পথ আটকানোর চেষ্টা করে তবে তিনি তাদের উপর দিয়ে তার গাড়ি চালাবেন। যেমন কথা তেমন কাজ। স্থানীয়দের অভিযোগ, এরপর তিনি ইচ্ছাকৃতভাবে তার গাড়িকে জনতার মধ্যে ধাক্কা মারেন।