বুধবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল জম্মু-কাশ্মীর (J&K)। এদিন পুঞ্চের (Poonch) সাওজিয়ান এলাকায় একটি মিনি বাস দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর উদ্ধার অভিযান চলছে। এখনও অবধি ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন একাধিক। তাঁদের ইতিমধ্যে উদ্ধার করে মান্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এমনটাই জানিয়েছেন মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ।
Lt Governor of J&K, Manoj Sinha announces relief of Rs 5 lakh each for family members of the deceased. Also directs authorities to provide the best treatment to those injured. https://t.co/Ow5JYrfb2E pic.twitter.com/N7CAVcFYDB
— ANI (@ANI) September 14, 2022
এদিকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মৃতদের পরিবারের সদস্যদের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এছাড়াও আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।